শুভব্রত মুখার্জি : সামনের অক্টোবর মাস থেকেই শুরু হবে আইএসএলের নয়া মরশুম। তার আগেই প্রায় শেষ মুহূর্তের ঘর গোছানো চলছে সব দলের। ব্যতিক্রম নয় ইমামি ইস্টবেঙ্গলও। আর আইএসএলের নয়া মরশুম শুরুর আগেই নিজেদের নতুন জার্সি প্রকাশ করল কলকাতার অন্যতম প্রধান ক্লাব। আইএসএলের কথা মাথায় রেখেই এই জার্সি যে প্রকাশ করা হয়েছে তা ক্লাবের তরফে সোশ্যাল মিডিয়ায় জানান দেওয়াও হয়েছে। হোম এবং অ্যাওয়ে দুটি জার্সি প্রকাশ পেয়েছে। এ দিন অনুষ্ঠানে তিনটি রঙের জার্সি ক্লাবের তরফে প্রকাশ করা হয়েছে।
প্রথমটি চিরাচরিত লাল হলুদ রঙের। প্যান্টের রঙ রাখা হয়েছে সাদা। জার্সির একটি দিকে লাল রঙ রয়েছে আর অপর দিকে রয়েছে হলুদ রঙ। থ্রিডি ডিজাইনের মধ্যে দিয়ে দুটি রঙকে অপূর্বভাবে মেশানো হয়েছে। দ্বিতীয়টি সম্পূর্ণ সাদা রঙের। যেখানে জার্সি এবং প্যান্ট দুইয়ের রঙ রাখা হয়েছে সাদা। তৃতীয় জার্সিটি হাল্কা নীল বা বলা ভালো আকাশি রঙের। সেখানে রয়েছে সাদা রঙের প্যান্ট। এদিন জার্সি প্রকাশ অনুষ্ঠানে ক্লাব কর্তারা তো উপস্থিত ছিলেন, পাশাপাশি উপস্থিত ছিলেন ক্লাবের একাধিক প্রাক্তন ফুটবলার। মঞ্চের পিছনে ছিল স্পন্সর ইমামির বড় ডিসপ্লে বোর্ড। যার উপরে লেখা #জয়ইস্টবেঙ্গল।
আরও পড়ুন… ‘MCG ঘরের মাঠ’ T20 বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের আগে রোহিতদের হুঁশিয়ারি হ্যারিসের
কসবার একটি ক্লাবে এই জার্সি উদ্বোধনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জার্সি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমামির ডিরেক্টর সঞ্জয় আগরওয়াল। ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী জাভেদ খান, স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষ। পাশাপাশি ক্লাবের তরফে ছিলেন কার্যকরী কমিটির সদস্য দেবব্রত সরকার, ড: শান্তি রঞ্জন দাশগুপ্ত। এ দিন মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ছিলেন অলিম্পিয়ন আর্চার দোলা বন্দ্যোপাধ্যায় ও পৌলমি ঘটক।
আরও পড়ুন… দুর্নীতি-পরিবারতন্ত্রের ফলে ভারতের ক্রীড়ার ক্ষতি হয়েছে- বিস্ফোরক প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার উদ্বোধন হওয়া তিনটি জার্সির মধ্যে ঘরের ম্যাচের লাল-হলুদ জার্সি পরে মঞ্চে ছিলেন বাঙালি ফুটবলার সৌভিক চক্রবর্তী। অ্যাওয়ে ম্যাচের ইস্টবেঙ্গলের সাদা জার্সি পরে আসেন ব্রাজিলের ফুটবলার ক্লেইটন সিলভা। জার্সির কলারে রয়েছে লাল-হলুদ রং। অনুশীলনের জার্সি পরেছিলেন ভিপি সুহের। যে জার্সিটি করা হয়েছে হাল্কা নীল রঙের। যার প্যান্টটি আবার সাদা রঙের। মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, প্রশান্ত বন্দ্যোপাধ্যায় এবং বিকাশ পাঁজি। মঞ্চে দেবব্রত সরকার ও পরমব্রত চট্টোপাধ্যায়কে সংবর্ধিত করা হয়। সংবর্ধিত করা হয় কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকেও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।