গত কয়েক দিন আগেই আইএসএলে মুখোমুখি হয় কেরালা ব্লাস্টার্স বনাম ইস্টবেঙ্গল। আর সেই ম্যাচ শুরুর ১৬ মিনিটের মাথায় অঙ্কিত মুখোপাধ্যায়কে তুলে নেন লাল হলুদ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। পরিবর্তে নামানো হয় মহম্মদ রাকিবকে। তখনই নিজের জার্সি খুলে মাঠে আছড়ে ফেলেন অঙ্কিত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অঙ্কিত মুখোপাধ্যায়ের সঙ্গে চুক্তি ভঙ্গ করতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব।
জার্সি মাঠে ছুড়ে ফেলে তিনি যে কড়া শাস্তির মুখে পড়তে চলেছেন তা সেই দিনই ইস্টবেঙ্গল কোচ ও কর্তাদের ভাবভঙ্গিতে বোঝা যায়। ইস্টবেঙ্গলের সঙ্গে এই ডিফেন্ডারের চুক্তি ছিল ৩১ মার্চ পর্যন্ত। ৩ ফেব্রুয়ারি জার্সি ছুড়ে ফেলার ঘটনায় শোকজ করা হয় এই বঙ্গ ফুটবলারকে। শোকজ নোটিশ পেয়ে ঘটনার ভুল স্বীকার করে নেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘কাজটা অনিচ্ছাকৃত করে ফেলেছি। আমার এই আচরণে অনেকেই আঘাত পেয়েছেন। তবে তারা আমাকে ভুল বুঝছেন। আমি কখনও ক্লাব ও সমর্থকদের অপমান করতে চাইনি। ম্যাচে আমাকে বসিয়ে দেওয়া হয়, যে আঘাত পেয়েছিলাম, সেই কারণেই রেগে গিয়েছি। ওই মুহূর্তে আমার মাথা ঠিক ছিল না।’
এর আগেও অন্য কারণবশত অঙ্কিতকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। যা অনেকেই আড় চোখে দেখেছিলেন। লঘু ভুলের কড়া শাস্তি হিসেবে মনে করেছিলেন অনেকে। এইবার তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তেও অনেকে মনে করছেন এটা বাড়াবাড়ি। রাগের মাথায় অনেক ফুটবলারকে এই রকম কাণ্ড করে ফেলতে দেখা যায় তবে তার জন্য এমন শাস্তির মুখে পড়তে হয় না।
তবে জার্সি ছুড়ে ফেলার ম্যাচের পরেই সাংবাদিক সম্মেলনে কোচ স্টিফেন বলেন, ‘অঙ্কিতের হ্যামস্ট্রিংয়ে হালকা চোট ছিল, তা সত্ত্বেও ও খেলতে চায়। ম্যাচ চলাকালীন বেশ কিছু ভুল করে। যার ফলে আমরা গোল খেয়ে যেতে পারতাম। কিন্তু ও যে আচরণ করেছে মাঠে, সে জন্য ক্লাব নিশ্চয়ই ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই নিয়ে দ্বিতীয় বার এমন করল ও। জানি না, এর পরে ভবিষ্যতে ও ইস্টবেঙ্গলে থাকবে কিনা।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।