East Bengal vs Indian Navy Durand Cup 2022 Updates: শুরু এবং শেষে দাপট দেখিয়ে জয় পেল না নয়া ইস্টবেঙ্গল। গোলশূন্যভাবে ম্যাচ শেষ হল। কয়েকটি সুবর্ণ সুযোগ ফস্কালেন সুমিত পাসিরা। নাহলে আজ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ত ইস্টবেঙ্গল। তারইমধ্যে উইং প্লে'তে বেশ নজর কাড়ল লাল-হলুদ শিবির।
শুরু-শেষে দাপট দেখিয়েও জয় এল না 'নয়া' ইস্টবেঙ্গলের, আরও খাটতে হবে স্টিফেনকে
শুরু এবং শেষে দাপট দেখিয়ে জয় পেল না নয়া ইস্টবেঙ্গল। গোলশূন্যভাবে ম্যাচ শেষ হল। তবে অনেক ফাঁকফোকর পূরণ করতে হবে ইস্টবেঙ্গল কোচকে।
আবারও সুযোগ ইস্টবেঙ্গলের
৮৭ মিনিট: শেষ ১৫ মিনিটে তিন থেকে চারটি দুর্দান্ত সুযোগ পেল ইস্টবেঙ্গল। এবারও তুহিনের পাস থেকে দারুণ সুযোগ পায় ইস্টবেঙ্গল। কোনওক্রমে বাঁচাল ইন্ডিয়ান নেভি।
দুর্ধর্ষ পাস, কিন্তু গোল হল না
৮২ মিনিট: বাঁদিক থেকে তুহিনের দুর্দান্ত পাস। গোলের সামনে দিয়ে বল বেরিয়ে গেল। বলে টোকা মারলেই গোল ছিল ইস্টবেঙ্গলের। তবে প্রথমে পাসি, তারপর সুহের বলে পা ঠেকাতে পারলেন না।
কীভাবে এটা মিস করল ইস্টবেঙ্গল!
৭৪ মিনিট: কীভাবে এই সুযোগটা ফস্কাল ইস্টবেঙ্গল? গোলকিপারকে একা পেয়েও গোলে মারতে পারলেন না সুমিত। কীরকম ঝিমিয়ে-ঝিমিয়ে এলেন। তারপর শট মারলেন। ফিরতি বলে অ্যালেক্স লিমার শট বাইরে।
কর্নার নেভির
৬৯ মিনিট: কর্নার নেভির। তবে সেভাবে চাপ বাড়াতে পারল না ইস্টবেঙ্গলের।
ডবল চেঞ্জ ইস্টবেঙ্গলের
ডবল চেঞ্জ ইস্টবেঙ্গলের। মাঠে এলেন মহীতোষ এবং শুভাশিস।
বাজে চ্যালেঞ্জ অঙ্কিতের
৬১ মিনিট: বাজে চ্যালেঞ্জ অঙ্কিতের। মাথার উপরে বুট তুললেন। হলুদ কার্ড দেখলেন। ফ্রিকিক নেভির। ভালো ফ্রিকিক নিলেও গোল হল না।
বাজে ফ্রিকিক ইস্টবেঙ্গলের
৫৬ মিনিট: যাবতীয় হইহল্লার পর ওয়ালে মারলেন লিমা। বাজে ফ্রিকিক ইস্টবেঙ্গলের।
বক্সের ঠিক মাথায় ফ্রিকিক ইস্টবেঙ্গলের
৫৫ মিনিট: ঠিক বক্সের মাথায় ফ্রিকিক পেল ইস্টবেঙ্গল। অ্যালেক্স লিমাকে ফাউলের জন্য ফ্রিকিক। তবে ইস্টবেঙ্গল নিজেদের ভাগ্যবান বলতেই পারে।
দুর্ধর্ষ শট সুমিতের, পোস্ট আটকাল ইস্টবেঙ্গলের গোল
৫৩ মিনিট: দুর্ধর্ষ শট ইস্টবেঙ্গল অধিনায়ক সুমিত পাসির। দ্বিতীয় পোস্টে লেগে বল বেরিয়ে গেল। অল্পের জন্য গোলটা পেল না ইস্টবেঙ্গল। তবে নেভি গোলকিপারের বল কভারিং বেশ খারাপ।
কর্নার ইস্টবেঙ্গলের
৫২ মিনিট: কর্নার পেল ইস্টবেঙ্গল। ভালো কর্নার পান সুহের। অ্যালেক্স লিমা অবশ্য কর্নারের ফায়দা নিতে পারলেন না। দুর্বল কর্নার। গোলকিক।
দ্বিতীয়ার্ধে গোল পাবে ইস্টবেঙ্গল?
প্রথমার্ধে ভালো শুরু করেও ইস্টবেঙ্গলের বল পজেশন ছিল ৪৫ শতাংশ। নেভির ছিল ৫৫ শতাংশ। গোলমুখী শটে অবশ্য ইস্টবেঙ্গল এগিয়ে ছিল। তবে কর্নার বেশি পেয়েছিল নেভি।
শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা
শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা।
প্রথমার্ধে খেলার ফলাফল ০-০
প্রথমার্ধে খেলার ফলাফল ০-০। নয়া যুগে শুরুটা মন্দ করেনি ইস্টবেঙ্গল। বেশ চনমনে লাগছিল। তবে ফাইনাল থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলায় প্রথম ২০ মিনিট ছড়ি ঘুরিয়েও সেরকম বিপজ্জনক গোলমুখী শট নিতে পারেনি। ম্যাচের ২৩-২৪ মিনিট থেকে নেভি কিছুটা ম্যাচে ফিরলে ডিফেন্সে ফাঁকফোকর দেখা যায়। তারইমধ্যে নজর কেড়েছে ইস্টবেঙ্গলের উইং। দুই প্রান্ত বেশ সচল ছিল।
দু'মিনিটের অতিরিক্ত সময়
৪৫ মিনিট: দু'মিনিটের অতিরিক্ত সময়।
মাঝমাঠ থেকে অনিকেতের ভালো থ্রু পাস
৩৮ মিনিট: মাঝমাঠ থেকে অনিকেতের ভালো থ্রু পাস। সুহেরের দিকে। তবে কিছুটা জোরে হয়ে গিয়েছে। গোললাইন ছেড়ে বল উড়িয়ে দিলেন নেভি কিপার বিষ্ণু।
আর একটু হলেই গোল হজম করতে হচ্ছিল ইস্টবেঙ্গলকে
৩৬ মিনিট: এই প্রথম সেভাবে কিছুটা ইস্টবেঙ্গল চাপে ফেলল নেভি। বাঁ প্রান্ত থেকে নেভির শট ঠিকভাবে ধরতে পারেননি কমলজিৎ। সামনে চলে আসেন ব্রিটো। তবে বিপদ এড়ানো গিয়েছে।
দূরপাল্লার নির্বিষ শট
৩৩ মিনিট: বক্সের অনেক বাইরে থেকে দূরপাল্লার শট নেভির আদর্শের। কমলজিৎ বল গোলপোস্টের মাইলখানেক দূর দিয়ে যেতে দেখলেন।
কিছুটা ভালো সময় ইস্টবেঙ্গলের
২৮ মিনিট: শেষ তিন-চার মিনিট বল কিছুটা নিজেদের দখল রাখল নেভি। তবে ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদের উপর দিয়ে বল দেওয়ার চেষ্টা। সেভাবে উইং ব্যবহার করছে না।
বিপদ এড়াল ইস্টবেঙ্গল
২৪ মিনিট: কর্নার থেকে কিছুটা বিভ্রান্তি ইস্টবেঙ্গলের ডিফেন্স এবং গোলকিপারের। তবে কোনও বিপদ হয়নি। বল ক্লিয়ার করে দেওয়া হয়েছে। দূর থেকে শট নেভির। যুবভারতী থেকে বিকাশ ভবনে চলে গেল।
কর্নার পেল ইন্ডিয়ান নেভি
২৪ মিনিট: কর্নার পেল ইন্ডিয়ান নেভি। ব্রিটোর শট ইস্টবেঙ্গল খেলোয়াড়ের গায়ে লেগে মাঠের বাইরে।
চনমনে লাগছে ইস্টবেঙ্গলকে
২৩ মিনিট: চনমনে লাগছে ইস্টবেঙ্গলকে। পুরো মাঠজুড়েই খেলার চেষ্টা করছে। দুই উইং ব্যবহার করছে। তবে আক্রমণ বিভাগে উঠে কিছুটা ছন্দ হারিয়ে ফেলছে।
বড় সুযোগ হাতছাড়া ইস্টবেঙ্গলের
২০ মিনিট: নেভির ডিফেন্সের ফাঁকা জায়গার সদ্ব্যবহার। বক্সের ভিতর থেকে ফ্লিক। তবে পোস্টের উপর দিয়ে বেরিয়ে গেল। বড় সুযোগ হাতছাড়া ইস্টবেঙ্গলের।
বক্সের কিছুটা বাইরে থেকে অমরজিতের শট
১৫ মিনিট: সুহেরের দারুণ পাস। বক্সের কিছুটা বাইরে থেকে অমরজিৎ সিংয়ের শট। তবে লক্ষ্যভ্রষ্ট।
চোটের জন্য মাঠ ছাড়লেন নাওরেম
১০ মিনিট: চোটের জন্য উঠে গেলেন ইস্টবেঙ্গলের মহেশ নাওরেম। নামলেন তুহিন দাস।
ভালো কর্নার ইস্টবেঙ্গলের
৮ মিনিট: ইস্টবেঙ্গলের কর্নার। আবারও বলের গতি মিস করলেন নেভি গোলকিপার। গোললাইনের কাছ থেকে বল বাঁচাল নেভি।
ফ্রিকিক ইস্টবেঙ্গলের, নড়বড়ে গোলকিপিং
৭ মিনিট: বাঁ প্রান্ত থেকে ফ্রিকিক ইস্টবেঙ্গলের। ভুল সিদ্ধান্ত নেভি গোলকিপারের। বল ধরতে পারলেন। ভালো বাঁচালেন নেভি ডিফেন্ডার। কর্নার!
প্রথম শট ইস্টবেঙ্গলের
তিন মিনিটে ম্যাচের প্রথম শট ইস্টবেঙ্গলের। দূর থেকে শট মারেন মোবাশির। তবে সহজেই বাঁচিয়ে দেন নেভি গোলকিপার বিষ্ণু।
শুরু হয়ে গিয়েছে ইস্টবেঙ্গল বনাম ইন্ডিয়ান নেভি ম্যাচ
শুরু হয়ে গিয়েছে ইস্টবেঙ্গল বনাম ইন্ডিয়ান নেভি ম্যাচ।
ইমামি ইস্টবেঙ্গলের প্রথম একাদশ
ইমামি ইস্টবেঙ্গলের প্রথম একাদশ: কমলজিৎ (গোলকিপার), চুংনুঙ্গা, সুমিত পাসি (অধিনায়ক), অনিকেত যাদব, অমরজিৎ সিং, ভিপি সুহের, মোবাশির রহমান, অঙ্কিত মুখোপাধ্যায়, নাওরেম মহেশ এবং প্রীতম সিং।
ডুরান্ড দিয়ে নয়া যুগ ইস্টবেঙ্গলে, জয় আসবে?
Emami East Bengal vs Indian Navy: নয়া যুগের সূচনা হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গলের। আজ ডুরান্ড কাপে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে নামতে চলেছেন স্টিফেন কনস্ট্যানটাইনের ছেলেরা।