শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা এবং নটিংহ্যাম ফরেস্ট। সেই ম্যাচে বিশ্বমানের সেভ করে শিরোনামে উঠে এসেছেন আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। যদিও এই দুরন্ত গোল সেভ খেলার ফলাফলে কোনও প্রভাব ফেলেনি। নির্ধারিত সময়ের শেষে ম্যাচটি ২-১ ব্যবধানে জিতে নেয় নটিংহ্যাম। ম্যাচে শুরু থেকেই লড়াইটা ছিল সমানে সমানে। প্রথম গোল করে অ্যাস্টন ভিলা। তাদের হয়ে ৬৩ মিনিটে গোলটি করেন জন দুরান। তবে ম্যাচের শেষ মুহূর্তে খেলার রং বদলে দেয় নটিংহ্যাম। ৮৭ মিনিটে গোল শোধ করেন নিকোলা মিলেনকোভিক। এরপর অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন অ্যান্টনি এলাঙ্গা।
অ্যাস্টন ভিলা ম্যাচ হারলেও সকলের মন জয় করেছেন এমি মার্টিনেজ। ঘটনাটি ঘটেছিল খেলার ৬০ মিনিটের মাথায়। কর্নার পেয়েছিল নটিংহ্যাম ফরেস্ট। সেখান থেকে ভাসানো বলে হেড করে বল প্রায় জালে জড়িয়ে দিয়েছিলেন নিকোলাস ডমিনগুয়েজ। কিন্তু গোল লাইনের উপর ঝাঁপিয়ে পড়ে বিশ্ব মানের এক সেভ করেন মার্টিনেজ। যা দেখে অবাক হয়ে যায় সকলে।
কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না নিকোলাস। BBC-র তরফে এই সেভটিকে সর্বকালের সেরা সেভগুলির একটি বলে উল্লেখ করা হয়েছে। সেই সময় ব্রিটিশ ব্রডকাস্টার স্কাই স্পোর্টসে উপস্থিত ছিলেন প্রাক্তন ইংল্যান্ড এবং লিভারপুলের মিডফিল্ডার জেমি রেডন্যাপ। তিনি মার্টিনেজের সেভ নিয়ে বলেন, ‘আমি প্রিমিয়ার লিগে এর থেকে ভালো সেভ দেখিনি। এটা কোনও জাদুকরের হাতের কামাল মনে হচ্ছে।’ যে মার্টিনেজ ২০২২ সালের ফাইনালে দুর্দান্ত সেভ করে লিওনেল মেসির স্বপ্নপূরণ করেছিলেন।
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে বিশ্ব ফুটবলে লাগাতার ভালো করে চলেছেন এমি মার্টিনেজ। তিনি গত দুই মরশুমে সেরা গোলকিপার হিসেবে ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড পাওয়ার জন্য মনোনিত হয়েছিলেন। ২০২২ সালে ফিফা বিশ্বকাপের মঞ্চে এক গুরুত্বপূর্ণ সেভ করেছিলেন তিনি, যা আর্জেন্তিনার ট্রফি জয়ের ক্ষেত্রে বড় অবদান রেখেছিল।ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে নিশ্চিত গোল আটকে দিয়ে জয়ের নায়ক হয়েছিলেন এমি। ২০২২ কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসও জিতেছিলেন তিনি।
তবে এই গোলকিপারকে ঘিরে বিতর্কেরও শেষ নেই। সম্প্রতি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ হেরে ক্যামেরাম্যানকে সপাটে চড় মেরে বসেছিলেন মার্টিনেজ। ঘটনার পর নেটদুনিয়ায় ভাইরাল হয় সেই ভিডিয়ো। কলম্বিয়ার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন ঘটনাটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে। খারাপ আচরণের কারণে তাঁকে ২ ম্যাচের জন্য নির্বাসিত করেছিল ফিফা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।