ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে জার্মানি ছিটকে যাওয়ার পর থেকেই গুঞ্জনটা তীব্র আকার নিয়েছিল। সেটাই শেষমেশ সত্যি হল। এবার সেটাই সত্যি হল। সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা করলেন জার্মানির তারকা ফুটবলার থমাস মুলার। জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপজয়ী মুলার এদিন একটি ভিডিয়ো বার্তায় নিজের অবসরের কথা ঘোষণা করেন।
ভিডিয়ো বার্তায় মুলার বলেন, ‘১৪ বছর আগে প্রথম বার জার্মানির জার্সিতে খেলতে নেমেছিলাম। তখন এত কিছু অর্জন করব স্বপ্নেও ভাবিনি। একাধিক জয় এবং কষ্টকর কিছু হার, সব কিছুই মিলেমিশে আছে। চমৎকার সতীর্থদের নিয়ে কঠিন বিপক্ষের বিরুদ্ধে লড়েছি। অবিস্মরণীয় মুহূর্ত তৈরি হয়েছে। তোমাদের ভালোবাসার জন্যই দেশের হয়ে খেলতে সব সময় গর্ববোধ করেছি। একসঙ্গে হেসেছি, একসঙ্গে কেঁদেছি। জার্মানির সব ভক্ত আর সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। সামনেই ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখে জার্মানির তরুণ প্রজন্মকে উৎসাহ দেবেন সবাই। মাঠে না হলেও গ্যালারি থেকে আমিও সেই কাজটাই করব। ফুটবলার হিসেবে আর মাঠে থাকব না। বিদায়।।’
আরও পড়ুন: UEFA Euro 2024 Prize Money: সেরা প্লেয়ার হলেন রদ্রি, ট্রফি জিতে কত টাকা পেল স্পেন?
২০১০ সালে জার্মানির বয়সভিত্তিক দল থেকে মূল জাতীয় দলে অভিষেক হয় মুলারের। আর্জেন্তিনার বিপক্ষে ম্যাচ দিয়েই সিনিয়র জার্মানি টিমে পথ চলা শুরু হয়েছিলেন মুলারের। জাতীয় দলে ১৪ বছরের ক্যারিয়ারে খেলেছেন তৃতীয় সর্বোচ্চ ম্যাচ। লোথার ম্যাথিউস (১৫০) ও মিরোস্লাভ ক্লোজে (১৩৭) তাঁর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন।
আরও পড়ুন: চোট পেয়ে ৬৬ মিনিটে মাঠ ছাড়তে হওয়ায় কান্নায় ভেঙে পড়লেন মেসি- ভিডিয়ো
২০১০ বিশ্বকাপে জার্মানির সেমিফাইনালে ওঠার পথে ৫ গোল করে দারুণ অবদান রেখেছিলেন মুলার। অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন জাতীয় দলের হয়ে প্রথম গোল, জিতেছিলেন গোল্ডেন বুটও। এবার ইউরোয় স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হারের ম্যাচটাই জার্মানির জার্সিতে মুলারের শেষ ম্যাচ হয়ে থাকল। ৮০ মিনিটে বদলি হয়ে মাঠে নেমেছিলেন ৩৪ বছর বয়সী বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড। জার্মানির হয়ে ৮টি বড় টুর্নামেন্ট খেলে শুধু বিশ্বকাপই জিততে পেরেছেন।
আরও পড়ুন: সরে দাঁড়াচ্ছেন সাউথগেট? ইউরোর ফাইনালে স্পেনের কাছে হারের পর ইংরেজ কোচের কথায় তেমনই জল্পনা
৫ জুলাই স্পেনের বিপক্ষে হারের পর অশ্রুসিক্ত মুলার অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি অবসর ঘোষণার পর জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী দলের সদস্যদের মধ্যে শুধু গোলকিপার ম্যানুয়েল ন্যয়ারের টিকে রইলেন। ১০ বছর আগে ব্রাজিলে অনুষ্ঠিত সেই বিশ্বকাপেও ৫ গোল করেছিলেন মুলার। গ্রুপ পর্বে পর্তুগালের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক। সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক ৭-১ গোলের সেই জয়েও গোল করেছিলেন। ফাইনালে আর্জেন্তিনাক বিপক্ষে মাঠে ছিলেন পুরো ১২০ মিনিট। ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে ৩টি করে ম্যাচ খেলে গোল করতে পারেননি। এবার ইউরোয় পরিবর্তে নেমে মাত্র দু'টি ম্যাচই খেলেছিলেন মুলার। জাতীয় দল ছাড়লেও, ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন মুলার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।