প্রথম তিন ম্যাচ হেরে প্রিমিয়র লিগ ইতিহাসের সবচেয়ে খারাপ স্টার্ট, লিগ তালিকায় লাস্টবয় হয়ে মরশুমের শুরুটা দুঃস্বপ্নের মতো করেছিল মিকেল আর্টেটার আর্সেনাল। অবশেষে অধিনায়ক পিয়ের-এমরিক অবামেয়াংয়ের সুবাদে নরউইচ সিটিকে ১-০ গোলে হারিয়ে প্রথম জয় পেল গানার্সরা।
এদিন আর্সেনাল দলে বেশ কিছু পরিবর্তন ঘটিয়েছিলেন মিকেল আর্টেটা। গোলরক্ষক অ্যারন রামসডেল ও জাপানের ডিফেন্ডার তাকেহিরো টমিহাসুকে আর্সেনাল জার্সিতে অভিষেক ঘটানোর সুযোগ করে দেন স্প্যানিয়ার্ড। প্রথম ম্যাচ জিততে মরিয়া উত্তর লন্ডনের ক্লাবটি শুরুটা আক্রমণাত্মকভাবেই করেছিল। তবে প্রতিআক্রমণে নরউইচও নিজের দক্ষতা দেখানোর চেষ্টা করে।
প্রথমার্ধে দুইপক্ষই কয়েকটি শট নিলেও গোলের দরজা খুলতে পারেননি কেউই। তবে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলেন অবামেয়াংরাই। অবশেষে দ্বিতীয়ার্ধে গোলের দরজা খোলে। ৬৬ মিনিটে রেকর্ড সাইনিং নিকোলাস পেপের শট পোস্টে লেগে ফিরে আসলেও সহজ ট্যাপ ইনে ক্যানারিজদের বিরুদ্ধে নিজের তৃতীয় ম্যাচে পঞ্চম গোলটি করেন অবামেয়াং। ম্যাচে আর কোন গোল না হওয়ায় ম্যাচ আর্সেনালের পক্ষেই ১-০ ব্যবধানে শেষ হয়।
এই জয়ের ফলে লিগ তালিকায় ১৬ নম্বরে উঠে আসল আর্টেটার দল। অপরদিকে, চার ম্যাচের সবকটি হেরে লিগ তালিকার নতুন লাস্টবয় ড্যানিয়াল ফার্কার নরউইচ। পরের ম্যাচে বার্নলের বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে আর্সেনাল, নরউইচের লড়াই এবছরই তাদের সঙ্গে প্রমোশন পেয়ে প্রিমিয়র লিগে উঠে আসা ওয়াটফোর্ডের বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।