করোনা আর চোট আঘাতে জর্জরিত চেলসির সময়টা একবারেই ভাল যাচ্ছে না। এক সময় কার্যত অপ্রতিরোধ্য দেখানো ব্লুজরা কেবল ডিসেম্বরই নয় পয়েন্ট হারিয়ে প্রিমিয়র লিগের খেতাবি দৌড়ে অনেকটা পিছিয়ে পড়ল। ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের বিরুদ্ধে ১-১ ড্র করার ফলে গত চার লিগ ম্য়াচের তিনটিতেই জিততেই ব্যর্থ হল থমাস টুচেলের দল।
চেলসি অধিনায়ক সেজার অ্যাজপেলিকুয়েটা পোস্টে বল মারার পর, ২৮ মিনিটে দীর্ঘ সময় পর করোনা সারিয়ে চেলসির প্রথম এগারোয় ফেরা রোমেলু লুকাকুই পশ্চিম লন্ডনের দলকে ম্যাচে এগিয়ে দেন। গত ম্যাচের পর ফের একবার হেড থেকে গোল করেন বেলজিয়ান তারকা স্ট্রাইকার। প্রথমার্ধে ১-০ পিছিয়ে থাকার পর ব্রাইটন দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি বড় সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হচ্ছিল।
চেলসি গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি, বিসুমার শট সেভ করার পর, নিল মোপেও তাঁর শট গোলের বাইরে মারেন। তবে ম্যাচের ইনজুরি টাইমে অবশেষে ব্রাইটনের নাগাড়ে আক্রমণ গোলে রূপান্তরিত হয়। ৯১ মিনিটে মার্ক কুকুরেয়ার ক্রস নিখুঁত হেডারে চেলসির জালে জড়িয়ে দেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তথা আর্সেনাল প্রাক্তনী ড্যানি ওয়েলব্যাক। ম্যাচ শেষ হয় ১-১ স্কোরলাইনে।
এক পয়েন্ট পেয়ে চেলসি ৪২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল। তবে তাদের পরবর্তী প্রতিপক্ষ, তিনে থাকা লিভারপুলের থেকে তারা এক ম্যাচ বেশি খেলেছে। অপরদিকে, ব্রাইটন ২৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ১০ নম্বরে রয়েছে। তাদের পরবর্তী প্রতিপক্ষ লিভারপুল শহরের আরেক দল এভারটন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।