বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EPL 2021-22: নাগাড়ে ২ ম্যাচ হারের যন্ত্রণা ভুলে সাউদাম্পটনকে হাফ ডজন গোলের মালা পরালো চেলসি

EPL 2021-22: নাগাড়ে ২ ম্যাচ হারের যন্ত্রণা ভুলে সাউদাম্পটনকে হাফ ডজন গোলের মালা পরালো চেলসি

সাউদাম্পটনের বিরুদ্ধে ষষ্ঠ গোলের পর চেলসির সেলিব্রেশন। ছবি- এএফপি। (AFP)

৬২ পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকায় তৃতীয় স্থানে বহাল রই চেলসি।

শুভব্রত মুখার্জি

মাত্র কয়েকদিন আগেই নিজেদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ ব্যবধানে হারতে হয়েছিল চেলসিকে। তার আগে গত সপ্তাহে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধেও ৪-১ হেরেছিল ব্লুজরা। সেই দুই হারের ধাক্কা কাটিয়ে উঠে সাউদাম্পটনের বিপক্ষে প্রিমিয়র লিগে দুরন্ত ছন্দে ধরা দিল টমাস টুচেলের দল।

আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরে গত সপ্তাহটা চেলসির জন্য ছিল প্রচন্ড হতাশাজনক। রিয়ালের কাছে ৩-১ ফলে নিজেদের মাঠে হারের পরে এবার সেমিফাইনালে যেতে গেলে গতবারের চ্যাম্পিয়নদের রিয়াল মাদ্রিদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তবে তার আগেই তারা জয়ে ফিরল।

তবে সেন্ট মেরিজস স্টেডিয়ামে শনিবার (৯ এপ্রিল) প্রিমিয়র লিগের ম্যাচে ৬-০ গোলে জিতেছে চেলসি। প্রথমার্ধে চার গোলের পর দ্বিতীয়ার্ধে তারা দু'টি গোল করে। ম্যাচে জোড়া গোল করেছেন মেসন মাউন্ট ও টিমো ওয়ার্নার। একটি করে গোল পেয়েছেন কাই হ্যাভার্টস ও মার্কোস আলন্সো।

প্রসঙ্গত, গত শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়র লিগ ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১০ মিনিটে তিন গোল খেয়ে ৪-১ ব্যবধানে হেরেছিল চেলসি। ঘরের মাঠে পাঁচ মাসে প্রথম এবং ৮৩ বছরে ব্রেন্টফোর্ডের বিপক্ষে এটি ছিল তাদের প্রথম হার। আগামী মঙ্গলবার মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবাউয়ে খেলা হবে ফিরতি লেগ। তার আগে সাউদাম্পটনের বিপক্ষে এমন দাপুটে জয় নিশ্চিতভাবে আত্মবিশ্বাস বাড়াবে চেলসির।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সোমে ২ জেলায় ভারী বৃষ্টি, ৬০ কিমিতে ঝড় হবে কোথায়? বিশ্বকর্মা পুজোয় কমবে বর্ষণ? খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার! মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.