সদ্য সব জল্পনার অবসান ঘটিয়ে স্পার্সে থাকার কথা নিশ্চিত করেছেন হ্যারি কেন। সেই খুশির মাঝেই ওয়াটফোর্ডকে হারিয়ে, প্রিমিয়র লিগে টানা তিন ম্যাচে জিতে লিগ তালিকায় শীর্ষে চলে গেল স্পার্স। সন হিউং-মিনের গোলে ১-০ ব্যবধানে ঘরের মাঠে ওয়াটফোর্ডকে হারায় স্পার্স।
লিগে প্রথমবার ম্যাচ শুরু করে সঙ্গে সঙ্গেই কেনের গোল করার সুযোগ তৈরি হলেও হতে পারত। ম্যাচের প্রথম মিনিটেই স্পার্স ফরোয়ার্ড প্রতিপক্ষ বক্সে এক চ্যালেঞ্জে পড়ে যাওয়ার পরই পেনাল্টির দাবি করেন। তবে রেফারি তাঁর দাবি নাকচ করে দেন। শুরুকে হর্নেটসরা স্পার্সকে বেশ চাপেই ফেলেছিল। তবে ধীরে ধীরে সময় বাড়লে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় স্পার্স।
অবশ্য কেনের দহরম-মহরম সত্ত্বেও জমাট রক্ষণে ভর করে ওয়াটফোর্ড ভালই লড়াই চালাচ্ছিল। অবশেষে ৪২ মিনিটে ফ্রি-কিকে সনের সুবাদে লিড নেয় স্পার্স। ওয়াটফোর্ড গোলরক্ষক সনের বলের ফ্লাইট মিস করায় বাঁ-দিক থেকে নেওয়া তাঁর ফ্রি-কিক সোজা গোলে ঢুকে যায়।
দ্বিতীয়ার্ধেও হর্নেটসরা জমাট রক্ষণ ও প্রতিআক্রমণে ভর করেই ম্যাচে ফিরতে সচেষ্ট হয়। তবে দুই দলই গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচ ১-০-তেই শেষ হয়। ম্যাচের শেষের দিকে কেন গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি।
এর ফলে টানা তিন ম্যাচ একই ব্যবধানে জিতে প্রিমিয়র লিগ তালিকার শীর্ষে পৌঁছে গেল উত্তর লন্ডনের দলটি। প্রিমিয়র লিগে স্পার্স একমাত্র দল যে নিজেদের প্রথম তিন ম্যাচই জিতেছে। প্রথম স্পার্স ম্যানেজার হিসাবে (টপ ডিভিশনে) নিজের প্রথম তিনটি ম্যাচ জিতলেন নুনো এস্পিরিটো স্যান্টো। তাদের পরের ম্যাচ লন্ডনেরই আরেক দল ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। ওয়াটফোর্ড মাঠে নামবে নুনোর প্রাক্তন দল উলভসের বিপক্ষে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।