ইউরো শেষ হতে না হতেই ইউরোপে জোরকদমে দলবদলের বাজার চালু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি চমকপ্রদ দল পরিবর্তন চোখে পড়েছে। তবে সম্ভবত এই ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে চর্চার যাকে নিয়ে হওয়ার সম্ভাবনা, সেই হ্যারি কেনের বিষয়ে দলবদলের তেমন কোন পোক্ত খবর নেই।
ম্যাঞ্চেস্টার সিটি ১০০ মিলিয়নের বিড দিলেও তা ইতিমধ্যেই প্রত্যাখ্যাত হয়েছে। যদিও সিটিতে যোগ দেওয়ার বিষয়ে জল্পনা প্রবল, তাও এখনও অবধি দলবদলের ক্ষেত্রে তেমন কোন গতিবিধি চোখে পড়েনি। নতুন টটেনহ্যাম হটস্পার ম্যানেজার নুনো এস্পিরিতো স্যান্টোকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, তাঁর দলের ট্যালিসম্যান ছুটিয়ে কাটিয়ে ফিরলে তবেই এই বিষয়ে কথা হবে।
সাংবাদিকদের উদ্দেশ্যে স্পার্স ম্যানেজার জানান, ‘হ্যারি (কেন) আমাদের দলের ফুটবলার। এছাড়া অন্য কোন বিষয়ে কোন কথা বলার প্রয়োজন নেই। এখন হ্যারির নিজের শরীরকে বিশ্রাম দেওয়া এবং নিজের এনার্জি ফিরে পাওয়ার সবচেয়ে বেশি প্রয়োজন। ও ফিরলে তারপরেই ওর ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা হবে। ওর নিজেকে তার মধ্যে প্রস্তুত করতে হবে।’
পরবর্তীতেই কেনের দলের থাকার বিষয়ে জোরালো দাবি করে পর্তুগিজ কোচ বলেন, ‘আমার এই বিষয়ে কোন সন্দেহ নেই (কেনের দলে থাকার বিষয়ে)। আমি চাই হ্যারি যেন ঠিকমতো আরাম করে সম্পূর্ণরূপে ফিট হয়ে ফিরে আসুক। আমরা সকলেই উচ্চাকাঙ্খী। হ্যারি ফিরলেই বুঝতে পারবে আমরা সবাই নিজেদের আরও উন্নত করতে কতটা বদ্ধপরিকর।’
গত মরশুমের শেষে একাধিক রিপোর্ট অনুযায়ী খেতাব জয়ের লক্ষ্যেই মূলত কেন দল ছাড়ার তাঁর ইচ্ছার কথা বোর্ডকে জানান। তবে নতুন বস আসায় সুর একটু হলেও নরম হয়েছে ইংল্যান্ড অধিনায়কের। নুনোর উচ্ছ্বসিত প্রশংসা করে কেন জানান নতুন ম্যানেজারের সঙ্গে কথা বলে তারপরেই কোন সিদ্ধান্তে পৌঁছবেন তিনি। এখন কেনের ছুটি থেকে ফেরারই অপেক্ষা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।