বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EPL 2021-22: গোল, কড়া ট্যাকেল, লাল কার্ড, বিতর্ক, উত্তেজক ৯০ মিনিট শেষে রোমহর্ষক ড্র লিভারপুল-স্পার্সের

EPL 2021-22: গোল, কড়া ট্যাকেল, লাল কার্ড, বিতর্ক, উত্তেজক ৯০ মিনিট শেষে রোমহর্ষক ড্র লিভারপুল-স্পার্সের

করোনার জেরে নাগাড়ে তিন ম্যাচ বাতিল হওয়ার পর প্রথম ম্যাচে লিভারপুলের বিরুদ্ধে নেমেছিল টটেনহ্যাম হটস্পার। লিভারপুল দলেরও একাধিক ফুটবলার করোনার কবলে। তবে প্রথমে সংশয় থাকলেও ম্যাচ নির্ধারত সময়ই খেলা হয় এবং দুই দলই সম্ভবত এ মরশুমে এখনও অবধি সেরা প্রিমিয়র লিগ ম্যাচে নিজেদের অবদান রাখে।