করোনার জেরে নাগাড়ে তিন ম্যাচ বাতিল হওয়ার পর প্রথম ম্যাচে লিভারপুলের বিরুদ্ধে নেমেছিল টটেনহ্যাম হটস্পার। লিভারপুল দলেরও একাধিক ফুটবলার করোনার কবলে। তবে প্রথমে সংশয় থাকলেও ম্যাচ নির্ধারত সময়ই খেলা হয় এবং দুই দলই সম্ভবত এ মরশুমে এখনও অবধি সেরা প্রিমিয়র লিগ ম্যাচে নিজেদের অবদান রাখে।
1/6ভ্যান ডাইকের অনুপস্থিতি যে কোনো দলকেই ভোগাবে। তাঁর ওপর ফ্যাবিনহোও মাঝমাঠে নেই, সেই সুযোগে প্রথম থেকে তরুণ টাইলার মার্টিন্সের ওপর চাপ সৃষ্টি করছিল স্পার্স। প্রতিআক্রমণে বারংবার লিভারপুল ডিফেন্স একটু চাপেই দেখাচ্ছিল। অবশেষে প্রথম কয়েকবার সুযোগ হাতছাড়া করলেও এ মরশুমে স্পার্সের ঘরের মাঠে নিজের প্রথম লিগ গোল করে দলকে এগিয়ে দেন হ্যারি কেন। ছবি- টুইটার (@premierleague)।
2/6গত ম্যাচেই নিউক্যাসেলের বিরুদ্ধে শুরুতেই পিছিয়ে গিয়েও লিভারপুল ম্যাচ জিতেছিল। এই ম্যাচেও প্রথমার্ধ শেষ হওয়ার আগেই রেডসদের সমতায় ফেরান দিয়োগো জটা। বাঁ-দিক থেকে অ্যান্ডি রবার্টসনের ভেসে আসা ক্রস থেকে দুরন্ত হেডারে নিজের লিগ মরশুমে প্রথমবার ১০ গোল করার মাইলফলক স্পর্শ করেন পর্তুগিজ ফরোয়ার্ড। ছবি- টুইটার (@premierleague)।
3/6একদিকে ডেলি আলি পেনাল্টি বক্সে পড়ে গিয়ে পেনাল্টির আপিল করলেও সেই দিকে তোয়াক্কা না করে বল পেয়ে আক্রমণে উঠে আসে লিভারপুল। সেই আক্রমণ থেকে মহম্মদ সালাহ গোলে বল জড়াতে ব্য়র্থ হলেও ফিরতি বল পায়ে পেয়ে ট্রেন্ট আলেকজান্ডার দ্বিতীয় পোস্টের দিকে বল বাড়ান। লিভারপুলের অন্য ফুলব্যাক অ্যান্ডি রবার্টসন তা থেকে ম্যাচের ৬৯ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন। ছবি- টুইটার (@premierleague)।
4/6তবে গোটা ম্যাচে একের পর এক দুর্ধর্ষ সেভ করার পর এক থ্রু ইন্টারসেপ্ট করতে বক্সের বাইরে এগিয়ে এসেও মিস করে যান লিভারপুল গোলরক্ষক অ্যালিসন। সহজ সুযোগ পেয়ে ৭৬ মিনিটে ফাঁকা গোলে বল জড়িয়ে স্পার্সকে সমতায় ফেরাতে কোনো ভুল করেননি দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিন।
5/6ম্যাচে একাধিক কড়া ট্যাকেলের পর লাল কার্ডের সম্ভাবনা ছিলই। কিছুটা বিরক্ত হয়েই লিভারপুল দ্বিতীয় গোল খাওয়ার আক্রমণে বল হারিয়ে স্পার্স ফুলব্যাক এমারসনের বিরুদ্ধে নিজের চ্যালেঞ্জে সম্পূর্ণ মিসটাইম করেন রবার্টসন। গোটা ম্যাচে দুরন্ত খেলার পরেও, তাঁকে ভিএআরের সহায়তায় সেই ট্যাকেলের জেরে ৭৭ মিনিটে লাল কার্ড দেখান রেফারি পল টির্নি। ছবি- পিটিআই।
6/6রবার্টসনের লাল কার্ডের পর জেমস মিলনার সামান্য সময়ের জন্য লেফট ব্যাকে খেলার পর। কোস্টাস সিমিকাস ও জো গোমেজ, দুই ডিফেন্ডারকে নামিয়ে নিজের মনবাসনা স্পষ্ট করে দেন ক্লপ। ৯০ মিনিটের শেষে, দুই দলের সেয়ানে সেয়ানে লড়াইয়ের পর ২-২ ড্র সম্ভবত সঠিক ফলাফল। ছবি- টুইটার (@LFC)