বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EPL 2021-22: সমকামবিদ্বষী গানের জন্য সমর্থকদের কড়া বার্তা দিলেন লিভারপুলের কোচ জুরগেন ক্লপ

EPL 2021-22: সমকামবিদ্বষী গানের জন্য সমর্থকদের কড়া বার্তা দিলেন লিভারপুলের কোচ জুরগেন ক্লপ

লিভারপুল ম্যানেজার জুরগেন ক্লপ। ছবি- রয়টার্স। (Action Images via Reuters)

মরশুমের প্রথম ম্যাচে নরউইচের বিলি গিলমোরকে লক্ষ্য করে কিছু লিভারপুল সমর্থক সমকামবিদ্বেষী গান জুড়ে বসেন।

মরশুমের প্রথম ম্যাচে ক্যারো রোডে নরউইচকে ৩-০ গোলে হারিয়ে শুরুটা ভালই করেছে লিভারপুল। তবে এই ম্যাচেই এক অনভিপ্রেত ঘটনা ঘটান লিভারপুলের সমর্থকরা। ম্যাচের মাঝেই নরউইচের বিলি গিলমোরকে লক্ষ্য করে সমকামবিদ্বেষী গান জুড়ে বসেন।

বহুদিন পরে সব মাঠেই মাঠ ভর্তি সমর্থক নিয়ে প্রিমিয়র লিগের নতুন মরশুম শুরু হয়। তবে প্রথম দিনেই বিপত্তি। বর্ণবিদ্বেষী মন্তব্য ও সমর্থকদের আচরণ নিয়ে এমনিতেই বিধ্বস্ত ইংল্যান্ড ফুটবল। এরপরে মাঠের মধ্যেই সমর্থকদের এমন সমকামবিদ্বেষী গানে বিব্রত লিভারপুল ক্লাব কর্তৃপক্ষ। Kop Outs নামে লিভারপুলের LGBT সমর্থক গোষ্ঠী নরউইচে লোনে খেলা গিলমোরের বিরুদ্ধে এই গানের কথা সর্বপ্রথম প্রকাশ্যে আনে।

সমর্থকদের এহেন আচরণ যে লিভারপুল ম্যানেজার জুরগেন ক্লপ বিন্দুমাত্র পছন্দ করেননি তা সাফ জানিয়ে দেন তিনি। Kop Outs-র প্রতিষ্ঠাতা পল আমানের সঙ্গে বৃহস্পতিবার (১৯ অগস্ট) এক সাক্ষাৎকারে ক্লপ বলেন, ‘আমি বুঝতে পারি না কেউ কেন মাঠে নিষিদ্ধ এমন গান গাইবে। আমি কোনদিনও এটা মেনে নিতে পারিনি এবং আজও পারব না। বিশেষত, আমাদের কাছে যেখানে বিশ্বের সেরা সেরা গানের ভান্ডার রয়েছে। এটা আমাদের গান হতে পারে না।’

এরপরেই সমর্থকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে জার্মান কোচ জানান তিনি ভবিষ্যতে আর কখনও এই গান শুনতে চান না। তিনি বলেন, ‘আমরা এমন এক সময়ে বসবাস করছি যেখানে আমরা প্রতি মুহূর্তে কিছু না কিছু নতুন শিখছি। আমি জানি লোকে কতটা আমার কথা শোনে, তবে ওরা আমার কথা রাখলে ভালই হয়। একাধিক কারণের জন্য আমি আর কোনদিনও ওই গান শুনতে ইচ্ছুক নই।’ 

লিভারপুল প্রায় বছরখানেক বাদে প্রিমিয়র লিগে নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ডে বার্নলের বিরুদ্ধে মাঠে নামবে শনিবার (২১ অগস্ট)। বহুদিন বাদে প্রিয় সমর্থকদের সামনে প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামতে নিশ্চয়ই মুখিয়ে থাকবেন ভার্জিল ভ্যান ডাইক, মহম্মদ সালাহরা।

বন্ধ করুন
Live Score