গতবার দুই ম্যাচেই সাউদাম্পটনকে পর্যদুস্ত করেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এ বারে প্রিমিয়র লিগ মরশুমটাও লিডসকে ৫-০ উড়িয়ে দিয়ে করেছে ওলে গানার সোল্কজায়ারের দল। তাই সমর্থকরা আশা করছিলেন রবিবারও (২২ অগস্ট) একই ছবি দেখা যাবে। তবে সেন্টসদের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেই খুশি থাকতে হল ইউনাইটেডকে।
ম্যাচের শুরুতেই সাত মিনিটেই ফ্রি-কিক থেকে বারে বল মারেন ইউনাইটেড অধিনায়ক হ্য়ারি ম্যাগুয়ার। সবটা পরিকল্পনামাফিকই চলছিল। তবে ৩০ মিনিটে চে অ্যাডামসের শট ফ্রেডের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। ফ্রেডের গায়ে বল লেগে অতর্কিতেই বলের পথ পরিবর্তন হওয়ায় নিজের ভারসাম্য বজায় রেখে গোল বাঁচাতে পারেননি ডেভিড দে হেয়া। প্রথমার্ধে সাউদাম্পটন ১-০ এগিয়েই শেষ করে।
তবে গত মরশুমেই পিছিয়ে থেকে সেন্টসদের পরাস্ত করেছিল রেড ডেভিলরা। ৫৫ মিনিটে মেসন গ্রিনউড গোল করায়, ফের একবার সেই আশায় জেগে ওঠে। তবে ম্যাচ যত গড়ায়, দুই দলের সেয়ানে সেয়ানে লড়াইয়ে প্রচুর ফাউলের দরুণ ম্যাচের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে যায়।
দ্বিতীয়ার্ধে জয়ের সেরা সুযোগ কিন্তু সাউদাম্পটনের পক্ষেই আসে। ৭৩ মিনিটে শুধুমাত্র গোলকিপারকে সামনে পেলেও সাউদাম্পটনের হয়ে দ্বিতীয় গোল করতে ব্যর্থ হন অ্যাডাম আর্মস্ট্রং। দুরন্ত সেভ করেন দে হেয়া। অবশেষে আর কোন গোল না হওয়ায় ম্যাচ ড্র হয়।
তবে ম্যাচ জিততে না পারলেও এই ড্রয়ের সুবাদে প্রিমিয়র লিগের সর্বকালীন নজির গড়ল ওলের দল। আর্সেনালের সঙ্গে যুগ্মভাবে টানা ২৭টি অ্যাওয়ে ম্যাচ অপরাজিত থাকার নজির যুগ্মভাবে এখন রেড ডেভিলসদের দখলে। ম্যান ইউনাইটেডের পরের প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারারার্স। রাল্ফ হাসেনহুটেলের দল পরের সপ্তাহে মাঠে নামবে নিউক্যাসেল ইউনাইটেডের বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।