বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EPL 2021-22: সফল অস্ত্রোপ্রচারের পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ট্রেনিং ক্যাম্পে ফিরলেন মার্কাস রাশফোর্ড

EPL 2021-22: সফল অস্ত্রোপ্রচারের পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ট্রেনিং ক্যাম্পে ফিরলেন মার্কাস রাশফোর্ড

মার্কাস রাশফোর্ড। ছবি- রয়টার্স (ফাইল চিত্র)। (Pool via REUTERS)

রাশফোর্ড জানান ২০২০-২১ মরশুমের শেষের দিকে তাঁর কাঁধে চোট লাগে।

বহুদিন ধরেই কাঁধের চোটে ভুগছিলেন মার্কাস রাশফোর্ড। সেই কারণে ইউরোতে খুবই সীমিত সময়ে খেলতে দেখা গেছে তাঁকে। ইউরোর পরেই ২০২০-২১ মরশুমের শেষের দিকে লাগা কাঁধের চোট সারাতে অস্ত্রোপ্রচার করার কথা ছিল ইংল্যান্ড ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকার। 

সেইমতো সফলভাবে অস্ত্রোপ্রচারের পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ট্রেনিং মাঠে ফিরলেন রাশফোর্ড। ২৩ বছর বয়সী ফরোয়ার্ড জানান গত সপ্তাহেই সফলভাবে তাঁর অস্ত্রোপ্রচার সম্পন্ন হয়েছে। এরপরে ম্যান ইউনাইটেডের ক্যারিংটন বেসে তাঁর পুনর্বাসন প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হয়েছে। দলের তারকা ফুটবলারকে সুস্থভাবে ট্রেনিং ক্যাম্পে ফিরতে দেখে খুশি গোটা দল।

সাউদাম্পটন ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে রেড ডেভিলস ম্যানেজার ওলে গানার সোল্কজায়ের জানান, ‘অস্ত্রোপ্রচার নিয়ে ও (রাশফোর্ড) সন্তুষ্ট। ও আপাতত জিমে নিজের পুনর্বাসন পক্রিয়ায় লেগে রয়েছে। আমরা রোজই ওকে জিমে দেখতে পাই, ফলে ওর মাঠে ফেরবার সময় এগিয়ে আসলে সেই সময় ও আরও আগ্রহী হয়ে উঠবে। যে কোন সময়েই চোট আঘাতের কারণে মাঠের বাইরে থাকাটা খুবই কঠিন। তবে এই সময়টা নিজের অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করারও। আমরা আশা করছি মার্কাসের ক্ষেত্রেও এমনটাই হবে।’

ম্যান ইউনাইটেড ম্যানেজার যদিও দলের তারকা ফরোয়ার্ডের মাঠে ফেরার সময় নিয়ে তেমন কোন ইঙ্গিত দেননি। তবে ব্রিটিশ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী রাশফোর্ডের চোট সারাতে অনুমান মতো প্রায় ১২ সপ্তাহ অর্থাৎ তিন মাসের আশেপাশে সময় লাগবে। তারপরেও ম্যাচ ফিট হতে আরও কিছুটা সময় তো লাগবেই। মোটের ওপর সব ঠিকঠাক থাকলে ডিসেম্বরের দিকে রাশফোর্ডকে পুনরায় রেড ডেভিলস জার্সিতে দেখতে পাওয়া যেতে পারে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন