বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EPL 2021-22: চিরপ্রতিদ্বন্দ্বীর ময়দানে রেকর্ড গড়লেন সালাহ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে পাঁচ গোল দিল লিভারপুল

EPL 2021-22: চিরপ্রতিদ্বন্দ্বীর ময়দানে রেকর্ড গড়লেন সালাহ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে পাঁচ গোল দিল লিভারপুল

হ্যাটট্রিক করে সালাহের সেলিব্রেশন। ছবি- রয়টার্স। (REUTERS)

২০০৩ সালে রোনাল্ডো নাজারিওর পর প্রথম প্রতিপক্ষ ফুটবলার হিসাবে ওল্ড ট্রাফোর্ডে হ্যাটট্রিক করেন সালাহ।

শুভব্রত মুখার্জি

রবিবার ক্রীড়াপ্রেমীদের জন্য ছিল এক অসাধারণ দিন। ক্রিকেট হোক বা ফুটবল, সর্বত্রই ছিল হাইভোল্টেজ লড়াই। প্রিমিয়র লিগের ম্যাচে রবিবাসরীয় সন্ধ্যাতে মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং লিভারপুল। তবে এদিন মিশরীয় তারকা মহম্মদ সালাহর অসাধারণ ফুটবলিং নৈপুণ্যে কার্যত খড়কুটোর মতন উড়ে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ৫-০ গোলে রোনাল্ডোর দলকে নিয়ে কার্যত ছেলেখেলা করল লিভারপুল।

প্রথমার্ধেই এদিন কার্যত ম্যাচটা শেষ করে দিয়েছিল সালাহ এবং লিভারপুল। ৪-০ গোলে এগিয়ে বিরতিতে যায় 'দি রেডসরা'। তাদের আক্রমণের বিরুদ্ধে অসহায় লাগছিল রেড ডেভিলসের ডিফেন্ডারদের। এদিন প্রথমার্ধে লাল কার্ডও দেখতে পারতেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথমার্ধের যোগ করা সময়ে লিভারপুলের কার্টিস জোন্সের সঙ্গে বল দখলের লড়াই লড়তে গিয়ে মাথা গরম করে বসেন রোনাল্ডো। বিশেষজ্ঞদের মতে যেভাবে বল কাড়তে গিয়ে তিনি বাজেভাবে মাটিতে পড়ে যাওয়ার জোন্সের দখলে থাকা বলে লাথি চালান, তাতে করে ম্যাচ রেফারি লাল কার্ড দেখালেও অবাক হওয়ার কিছু ছিল না।

ম্যাচ শুরুর ৫ মিনিটের মধ্যেই নাবি কেইটার গোলে এগিয়ে যায় লিভারপুল। ১৩ মিনিটে লিড দ্বিগুণ করেন দিয়োগো জোটা। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের ক্রস থেকে লিভারপুলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। ৩৮ মিনিটে নিজের প্রথম এবং দলের হয়ে তৃতীয় গোলটি করেন সালাহ। উল্লেখ্য, পরপর ১০ টি ম্যাচে এই নিয়ে টানা গোল করলেন সালাহ।  প্রথমার্ধের শেষে যোগ করা সময়ে সালাহ নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করে ইউনাইটেডের কফিনে কার্যত শেষ পেরেকটি পুঁতে দেন। পাশপাশি প্রিমিয়র লিগের ইতিহাসে দিদয়ের দ্রোগবাকে টপকে সর্বকালীন সর্বোচ্চ আফ্রিকান গোলদাতাও হয়ে যান।

দ্বিতীয়ার্ধের ৪৯ তম মিনিটে ডেভিড দে হেয়ার পাস দিয়ে দলের পঞ্চম এবং নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক সম্পন্ন করেন সালাহ। ৬০ মিনিটে পল পোগবা লাল কার্ড দেখলে ম্যান ইউনাইটেড ১০ জনের নেমে যায়। বিরতিতে পরিবর্ত ফুটবলার হিসেবে নামার পরে তিনি কেইটাকে একটি হাই ট্যাকেল করে বসেন। ট্যাকেলের তীব্রতায় কেইটাকে স্ট্রেচারে করে বাইরে আনতে হয়। দ্বিতীয়ার্ধে আর গোল না হওয়াতে ৫-০ গোলেই শেষমেশ ম্যাচ জেতে লিভারপুল। 

এই ম্যাচে হারের ফলে লিগ শীর্ষের দল থেকে আট পয়েন্টে পিছিয়ে পড়ল ইউনাইটেড। তাদের শেষ তিন ম্যাচে তারা ১১ গোল হজম করেছে যা একেবারেই সুখকর নয়। প্রসঙ্গত, এটি লিভারপুল ম্যানেজার হিসেবে জুরগেন ক্লপের ২০০ তম জয়। এই ম্যাচে সালাহ একাধিক নজির গড়েন। সর্বোচ্চ আফ্রিকান গোলস্কোরার তো বটেই, পাশপাশি ওল্ড ট্রাফোর্ডের ময়দানে প্রিমিয়র লিগ ইতিহাসে এবং রোনাল্ডো নাজারিওর ১৮ বছর পর সব প্রতিযোগিতায় প্রতিপক্ষ ফুটবলার হিসাবে ওল্ড ট্রাফোর্ডে হ্যাটট্রিক করেন সালাহ।

  • EPL ২০২৩-২৪

    পয়েন্টস টেবিল, লাইভ স্কোর, সূচি, দলে কে এল, কোন প্লেয়ারের ওপর সবার নজর, জানুন সব খবর

    Explore Now
  • ISL ২০২৩-২৪

    পয়েন্টস টেবিল, লাইভ স্কোর, সূচি, দলে কে এল, কোন প্লেয়ারের ওপর সবার নজর, জানুন সব খবর

    Explore Now

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া ৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন ‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.