বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EPL 2021-22: ফের জ্বলে উঠলেন ফডেন, ব্রাইটনকে চার গোল দিল ম্যাঞ্চেস্টার সিটি

EPL 2021-22: ফের জ্বলে উঠলেন ফডেন, ব্রাইটনকে চার গোল দিল ম্যাঞ্চেস্টার সিটি

গোল করে গ্রিলিশ ও জেসুসের সঙ্গে ফডেনের সেলিব্রেশন। ছবি- রয়টার্স। (REUTERS)

ব্রাইটনের বিরুদ্ধে দুই গোল করার পাশপাশি একটি অ্যাসিস্টও প্রদান করেন ফডেন।

আগুনে ফর্মে থাকা ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে খেলাটা যে কতটা কঠিন, তা হাড়ে হাড়ে টের পেল ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়ন। নিজেরা ভাল ফর্মে থাকলেও পেপ গুয়ার্দিওলার দলের বিরুদ্ধে কার্যত উড়ে গেল সিগালসরা। ৪-১ ব্যবধানে জেতা ম্যাচে সিটির নায়ক ফের একবার তরুণ ফিল ফডেন।

ম্যান সিটি এদিন তারকা মিডফিল্ডার কেভিন ডি'ব্রুইনকে বেঞ্চে রেখেই মাঠে নেমেছিল। তবে তাতে খুব বেশি কিছু প্রভাব পড়েনি তাদের খেলায়। ম্যাচের ১৩ মিনিটেই খানিকটা বিতর্কিতভাবে গ্যাব্রিয়েল জেসুসের চ্যালেঞ্জে ব্রাইটন গোলরক্ষক রবার্ট স্যাঞ্চেজ বল ঠিক করে ধরতে না পারার পরই তা জালে জড়িয়ে দেন ইলকাই গুন্দোয়ান। ব্রাইটন স্বাভাবিকভাবে নিজেদের দখলে বল রেখেই সুন্দর ফুটবল খেলে। তারাও সিটির বিরুদ্ধে সম্পূর্ণ রক্ষণাত্মক খেলায় আগ্রহী ছিল না। কিন্তু ম্যাচের ফিল ফডেন কার্যত তাদের জয়ের আশা ৩১ মিনিটেই শেষ করে দেন।

২৮ মিনিটে এক দুর্ধর্ষ প্রতিআক্রমণ থেকে প্রথমে তিনি ব্যবধান দ্বিগুন করেন এবং তার তিন মিনিট পরেই আরও একটি গোল করে দলকে ৩-০ এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ব্রাইটন পুরোদস্তুর ম্য়াচে ফিরে আসার প্রচেষ্টা করে। এডারসনের ভুলে পেনাল্টিও পেয়ে যান তারা। সাবস্টিটিউট অ্যালেক্সিস ম্যাকালিস্টর সেই পেনাল্টি থেকে ৮১ মিনিটে গোল করলেও, তা একটু বেশিই দেরি করে আসে। ম্যাচ শেষের আগে রিয়াদ মাহরেজ একদম শেষ মুহূর্তে ফডেনের অ্যাসিস্ট থেকে সিটির চতুর্থ গোলটি করেন।

এই জয়ে লিভারপুলকে টপকে ম্যান সিটি ২০ পয়েন্ট নিয়ে প্রিমিয়র লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল, যদিও লিভারপুল এক ম্যাচ কম খেলেছে। অপরদিকে, ব্রাইটন ১৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে রইল। তাদের পরের ম্যাচে প্রতিপক্ষ লিভারপুল, সিটি নিজেদের পরের ম্যাচে খেলবে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে।

বন্ধ করুন