প্রথম ম্যাচে প্রবল প্রতিপক্ষকে লিডস ইউনাইটেডকে ঘরের মাঠে কার্যত উড়িয়ে দিয়ে নতুন মরশুম শুরু করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। দ্বিতীয় ম্যাচে সাউথহাম্পটনের সেন্ট মেরিজ স্টেডিয়ামে রবিবার (২২ অগস্ট) মাঠে নামবে রেড ডেভিলসরা। তার আগে ইউনাইটেড সমর্থকদের চর্চার কেন্দ্রবিন্দুতে একটাই প্রশ্ন। সেন্টসদের বিরুদ্ধে কি দেখা মিলবে সদ্য দলে যোগ দেওয়া তারকা ডিফেন্ডার রাফায়েল ভারানের।
ম্যানেজার ওলে গানার সোল্কজায়েরের সাম্প্রতিক মন্তব্য খুশিই করবে ইউনাইটেড সমর্থকদের। ভারান তো বটেই বর্ধিত ছুটি কাটিয়ে ফেরা এডিনসন কাভানিরও দেখা মিলতে পারে এই সপ্তাহেই। সাংবাদিক সম্মেলনে ওলে জানান, ‘এডিনসন দলে সঙ্গে যোগ দিয়েছেন (ট্রেনিংয়ে), রাফায়েলও ট্রেনিং শুরু করেছেন এবং আমরা দিন দিন আরও ফিট হচ্ছি। ভারান সাধারণভাবেই খুব ফিট এবং ও গোটা একটা সপ্তাহ পেয়েছে (পুরোপুরি ফিট হওয়ার জন্য)। শেষ সেশনটা যদি ওর ঠিকঠাক যায়, তবে ও দলের সঙ্গে যাবে। এডিনসন খুব বেশি টিম ট্রেনিং না করলেও ও যে নিজের যত্ন নিয়েছে, তা ওকে দেখলে স্পষ্টই বোঝা যায়। ওর শারীরিকভাবে প্রচুর ধকল নিতে সক্ষম। দেখা যাক ওকে আমরা ব্যবহার করতে পারি কিনা।’
গত মরশুমে রাল্ফ হাসেনহুটেলের সাউথহাম্পটনকে রেকর্ড ৯-০ গোলে সেন্ট মেরিজে পরাজিত করা ইউনাইটেড। তবে গত মরশুমের ফলাফলের পুনরাবৃত্তি হবে না বলেই মনে করছেন ওলে। উপরন্তু তাঁদের প্রতিপক্ষকে যথেষ্ট সমীহই করছেন রেড ডেভিলস ম্যানেজার। প্রথম ম্যাচে পরাজিত সাউথহাম্পটন ম্যান ইউনাইটেডের বিরুদ্ধে জয়ের পথে ফিরবে কিনা সেটাই দেখার। পাশপাশি প্রথমবার ভারানকে রেড ডেভিলস জার্সি গায়েও দেখতে মুখিয়ে থাকবেন সমর্থকরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।