বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EPL 2021-22: প্রিমিয়র লিগ ডার্বিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে বিধ্বস্ত করল সিটি, দেখুন ৫টি গোলের ভিডিয়ো

EPL 2021-22: প্রিমিয়র লিগ ডার্বিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে বিধ্বস্ত করল সিটি, দেখুন ৫টি গোলের ভিডিয়ো

ডার্বিতে ইউনাইটেডকে গুঁড়িয়ে দিল সিটি। ছবি- ম্যান সিটি টুইটার।

ডার্বির মঞ্চে প্রিমিয়র লিগে মাইলস্টোন ডি'ব্রুইনের।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়া ডার্বিতে মাঠে নামার মাশুল গুনতে হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। সিটির কাছে তাদের ঘরের মাঠে একতরফাভাবে বিধ্বস্ত হল ম্যান ইউ।

ইউনাইটেড প্রিমিয়ির লিগের এমন মহাগুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচে মাঠে নামায়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। চোটের জন্য মাঠে নামতে পারেননি এডিনসন কাভানি। রাফায়েল ভারানে ও লিউক শ-কেও দলে পায়নি ম্যান ইউ। তার উপর তারা লিংগার্ড ও রাশফোর্ডকে প্রথম একাদশে জায়গা করে দেয়নি।

স্বাভাবিকভাবেই একসঙ্গে এতজন তারকার দলে না থাকা প্রভাব ফেলে ম্যাচে। দুই অর্ধে একজোড়া করে গোল হজম করতে হয় ম্যাঞ্চেস্টারকে। প্রথমার্ধে জেডন স্যাঞ্চো একটি গোল করলেও শেষমেশ ইউনাইটেড প্রিমিয়র লিগ ডার্বি হেরে বসে ১-৪ গোলের বড় ব্যবধানে। ম্যাঞ্চেস্টার সিটির হয়ে প্রথমার্ধে ২টি গোল করেন কেভিন ডি'ব্রুইন এবং দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন রিয়াদ মাহরেজ।

ম্যাচের ৫ মিনিটের মাথায় বার্নার্দো সিলভার পাস থেকে সিটির হয়ে প্রথম গোল করেন ডি'ব্রুইন। ২২ মিনিটে পোগবার পাস থেকে গোল করে ইউনাইটেডকে ১-১ সমতায় ফেরান স্যাঞ্চো। ২৮ মিনিটে কেভিনের দ্বিতীয় গোলে ম্যান সিটি ২-১ ব্যবধানে লিড নেয়। ৬৮ মিনিটে ডি'ব্রুইনের পাস থেকে সিটির তৃতীয় গোলটি করেন মাহরেজ। ৯০ মিনিটে গুন্দোয়ানের পাস থেকে নিজের দ্বিতীয় তথা দলের হয়ে চতুর্থ গোল করেন রিয়াদ। উল্লেখযোগ্য বিষয় হল, এদিন প্রিমিয়র লিগে ৫০টি গোল করার নজির গড়েন ডি'ব্রুইন।

এই জয়ের ফলে ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করে ম্যাঞ্চেস্টার সিটি। ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নেমে যায় ইউনাইটেড।

বন্ধ করুন