ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২০২৫ মরশুম শুরু হয়ে গেল। প্রথম ম্যাচে মাঠে নেমেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ফুলহ্যাম। মরশুমের উদ্বোধনী ম্যাচে কষ্টার্জিত জয় পেল ম্যান ইউ। এই ম্যাচে ফুলহ্যামকে ১-০ গোলে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শুক্রবার নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে জয় পেতে বেশ কষ্টই করতে হয়েছে ম্যান ইউকে। ম্যাচের একেবারে শেষে ম্যাচের একমাত্র গোলটি হয়। গোল করেন ম্যান ইউর সঙ্গে এই মরশুম থেকে চুক্তিবদ্ধ হওয়া ডাচ তারকা জোশুয়া জির্কজি।
দুই দলের সবশেষ দেখায় গত ফেব্রুয়ারিত ঘরের মাঠেই ২-১ গোলে হেরেছিল ইউনাইটেড। প্রতিযোগিতার সফলতম দলটি এবার নিল মধুর প্রতিশোধ। সব দিক থেকেই ম্যাচে ছিল তাদের দাপট। ৫৫ শতাংশ সময় বদল দখলে রেখে ১৪ শট নেয় তারা, লক্ষ্যে ছিল পাঁচটি। ফুলহ্যামের ১০ শটের কেবল দুটি ছিল লক্ষ্যে।
ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২০২৫ মরশুমের উদ্বোধনী ম্যাচে ফুলহ্যামকে ১-০ গোলে হারিয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। খেলার ৪২তম মিনিটে গোলটি করেন অভিষেক করা জোশুয়া জির্কজি। এর ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মরশুম জয় দিয়ে শুরু করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচে অগণিত সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি এরিক টেন হাগের ছেলেরা। তবে ম্যাচটি গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছিল। কিন্তু দলটির ডাচ স্ট্রাইকার জোশুয়া জিকর্জির গোলে শেষ পর্যন্ত কষ্টার্জিত জয় দিয়ে মাঠ ছাড়ে ম্যান ইউ। ম্যাচের ৮৭ মিনিটে একমাত্র গোলটি করেন জিকর্জি।
আরও পড়ুন… IPL 2025: পঞ্জাব কিংস শিবিরে তুমুল অশান্তি! চণ্ডীগড় হাইকোর্টের দ্বারস্থ প্রীতি জিন্টা
কাসেমিরোর কাছ থেকে বল পেয়ে দারুণ ক্রস করেন আলেহান্দ্রো গারানচো। তার সঙ্গেই ৬১ মিনিটে বদলি নামা জিকর্জি সারেন বাকি কাজটা। চার মিনিটের যোগ করা সময়ে অনায়াসে ব্যবধান হতে পারত দ্বিগুণ। কিন্তু গারনাচোর অবিশ্বাস্য ব্যর্থতায় হাতছাড়া হয় সুবর্ণ সুযোগ। মার্কো রাশফোর্ডের কাছ থেকে বল পেয়ে খুব কাছে থেকেও গোল করতে পারেননি আর্জেন্তিনার উইঙ্গার। দৃষ্টিকটুভাবে মারেন বাইরে। তাতে অবশ্য কোনো সমস্যা হয়নি। জিকর্জির গোলে ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ইউনাইটেড।
আরও পড়ুন… PKL Player Auction: সচিনের দর উঠল ২.১৫ কোটি টাকা! ১১৮ জনের জন্য ব্যয় হল রেকর্ড ৩০ কোটিরও বেশি
স্মরণীয় অভিষেক বোধ হয় একে বলে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে নিজের অভিষেক ম্যাচেই জয় এনে দিয়েছেন জোশুয়া জিকর্জি। ২৩ বছর বছর বয়সি এই ডাচ ফুটবলারকে গত মাসে ৪ কোটি ৭০ লক্ষ ডলারে বোলোনিয়া থেকে ইউনাইটেডে নাম লিখিয়েছেন। দলের প্রথম ম্যাচের আগে পুরোপুরি ম্যাচ ফিটনেসও ছিল না তার। যদিও তা দলকে গোল এনে দেওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়নি।
ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে জিকর্জি বলেছেন, ‘ঘরের মাঠে নিজের প্রথম ম্যাচেই গোল এবং জয় পাওয়া, এর চেয়ে ভালো কিছু হতে পারত না। আমাকে বলা হয়েছিল এখানে (ওল্ড ট্রাফোর্ড) গোল পাওয়া ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে সবচেয়ে সেরা অনুভূতি। আমি ভাগ্যবান যে প্রথম ম্যাচেই সে অভিজ্ঞতা লাভ করেছি। এই অনুভূতি দুর্দান্ত।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।