আজ EPL-র ম্যাচে Turf Moor-এ Burnley-র বিরুদ্ধে নামছে Nottingham Forest। টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে সেই ম্যাচ। আর অনলাইনেও ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে। টিভিতে এবং অনলাইনে কোথায় কোথায় ম্যাচ দেখা যাবে, তা জেনে নিন হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদনে।
১) শেষ ম্যাচে Burnley-র পারফরম্যান্স: Tottenham Hotspur-র মুখোমুখি হয়েছিল Burnley। 2-1 গোলে হেরে গিয়েছিল।
২) শেষ ম্যাচে Nottingham Forest-র পারফরম্যান্স: Chelsea FC-র মুখোমুখি হয়েছিল Nottingham Forest। 3-2 গোলে হেরে গিয়েছিল।
আপাতত পয়েন্ট তালিকায় কত নম্বরে আছে Burnley এবং Nottingham Forest?
১) Burnley: পয়েন্ট তালিকায় 19 নম্বরে আছে Burnley। ঝুলিতে আছে 24 পয়েন্ট।
২) Nottingham Forest: পয়েন্ট তালিকায় 17 নম্বরে আছে Nottingham Forest। এখন আছে 29 পয়েন্ট।
কখন Burnley বনাম Nottingham Forest-র ম্যাচ শুরু হবে?
আজ Turf Moor-এ মুখোমুখি হচ্ছে Burnley এবং Nottingham Forest। 2024-05-19 21:30 থেকে সেই ম্য়াচ শুরু হবে। অর্থাৎ কিক-অফ টাইম হল 2024-05-19 21:30।
টিভিতে কোন চ্যানেলে Burnley বনাম Nottingham Forest ম্যাচের লাইভ সম্প্রচার হবে?
টিভিতে Star Sports Network চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে ম্যাচ। সেখানেই লাইভ সম্প্রচার দেখতে পাবেন দর্শকরা।
অনলাইনে কোথায় Burnley বনাম Nottingham Forest ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে?
Disney+ Hotstar-তে ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে। অর্থাৎ সেখানে সরাসরি ম্যাচ দেখতে পাবেন। তাছাড়া হিন্দুস্তান টাইমস বাংলায় ম্যাচের লাইভ স্কোর, টাটকা আপডেট-সহ যাবতীয় তথ্য দেখতে পাবেন। ক্লিক করুন bangla.hindustantimes.com-তে।
শেষ ৫ ম্যাচে মুখোমুখি সাক্ষাতের ফলাফল দেখুন একনজরে
১) 2023-09-18 তারিখে EPL-এ মুখোমুখি হয়েছিল Burnley এবং Nottingham Forest
1-1 গোলে ড্র হয়েছিল ম্যাচ
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।