আজ EPL-র ম্যাচে Craven Cottage-এ Fulham-র বিরুদ্ধে নামছে Manchester City Football Club। টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে সেই ম্যাচ। আর অনলাইনেও ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে। টিভিতে এবং অনলাইনে কোথায় কোথায় ম্যাচ দেখা যাবে, তা জেনে নিন হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদনে।
১) শেষ ম্যাচে Fulham-র পারফরম্যান্স: Brentford-র মুখোমুখি হয়েছিল Fulham। 0-0 গোলে ড্র করেছিল।
২) শেষ ম্যাচে Manchester City Football Club-র পারফরম্যান্স: Wolverhampton Wanderers-র মুখোমুখি হয়েছিল Manchester City Football Club। 5-1 গোলে জিতেছিল।
আপাতত পয়েন্ট তালিকায় কত নম্বরে আছে Fulham এবং Manchester City Football Club?
১) Fulham: পয়েন্ট তালিকায় 13 নম্বরে আছে Fulham। ঝুলিতে আছে 44 পয়েন্ট।
২) Manchester City Football Club: পয়েন্ট তালিকায় 2 নম্বরে আছে Manchester City Football Club। এখন আছে 82 পয়েন্ট।
কখন Fulham বনাম Manchester City Football Club-র ম্যাচ শুরু হবে?
আজ Craven Cottage-এ মুখোমুখি হচ্ছে Fulham এবং Manchester City Football Club। 2024-05-11 18:00 থেকে সেই ম্য়াচ শুরু হবে। অর্থাৎ কিক-অফ টাইম হল 2024-05-11 18:00।
টিভিতে কোন চ্যানেলে Fulham বনাম Manchester City Football Club ম্যাচের লাইভ সম্প্রচার হবে?
টিভিতে Star Sports Network চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে ম্যাচ। সেখানেই লাইভ সম্প্রচার দেখতে পাবেন দর্শকরা।
অনলাইনে কোথায় Fulham বনাম Manchester City Football Club ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে?
Disney+ Hotstar-তে ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে। অর্থাৎ সেখানে সরাসরি ম্যাচ দেখতে পাবেন। তাছাড়া হিন্দুস্তান টাইমস বাংলায় ম্যাচের লাইভ স্কোর, টাটকা আপডেট-সহ যাবতীয় তথ্য দেখতে পাবেন। ক্লিক করুন bangla.hindustantimes.com-তে।
শেষ ৫ ম্যাচে মুখোমুখি সাক্ষাতের ফলাফল দেখুন একনজরে
১) 2023-09-02 তারিখে EPL-এ মুখোমুখি হয়েছিল Fulham এবং Manchester City
সেই ম্যাচে 5-1 গোলে জিতেছিল Manchester City
২) 2023-04-30 তারিখে EPL-এ মুখোমুখি হয়েছিল Fulham এবং Manchester City
1-1 গোলে ড্র হয়েছিল ম্যাচ
৩) 2022-11-05 তারিখে EPL-এ মুখোমুখি হয়েছিল Fulham এবং Manchester City
সেই ম্যাচে 2-1 গোলে জিতেছিল Manchester City
৪) 2021-03-13 তারিখে EPL-এ মুখোমুখি হয়েছিল Fulham এবং Manchester City
0-0 গোলে ড্র হয়েছিল ম্যাচ
৫) 2020-12-05 তারিখে EPL-এ মুখোমুখি হয়েছিল Fulham এবং Manchester City
সেই ম্যাচে 2-0 গোলে জিতেছিল Manchester City
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।