আজ EPL-র ম্যাচে St. James' Park-এ Newcastle United-র বিরুদ্ধে নামছে Brighton and Hove Albion। টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে সেই ম্যাচ। আর অনলাইনেও ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে। টিভিতে এবং অনলাইনে কোথায় কোথায় ম্যাচ দেখা যাবে, তা জেনে নিন হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদনে।
১) শেষ ম্যাচে Newcastle United-র পারফরম্যান্স: Burnley-র মুখোমুখি হয়েছিল Newcastle United। 4-1 গোলে জিতেছিল।
২) শেষ ম্যাচে Brighton and Hove Albion-র পারফরম্যান্স: Aston Villa-র মুখোমুখি হয়েছিল Brighton and Hove Albion। 1-0 গোলে জিতেছিল।
আপাতত পয়েন্ট তালিকায় কত নম্বরে আছে Newcastle United এবং Brighton and Hove Albion?
১) Newcastle United: পয়েন্ট তালিকায় 6 নম্বরে আছে Newcastle United। ঝুলিতে আছে 56 পয়েন্ট।
২) Brighton and Hove Albion: পয়েন্ট তালিকায় 11 নম্বরে আছে Brighton and Hove Albion। এখন আছে 47 পয়েন্ট।
কখন Newcastle United বনাম Brighton and Hove Albion-র ম্যাচ শুরু হবে?
আজ St. James' Park-এ মুখোমুখি হচ্ছে Newcastle United এবং Brighton and Hove Albion। 2024-05-11 20:30 থেকে সেই ম্য়াচ শুরু হবে। অর্থাৎ কিক-অফ টাইম হল 2024-05-11 20:30।
টিভিতে কোন চ্যানেলে Newcastle United বনাম Brighton and Hove Albion ম্যাচের লাইভ সম্প্রচার হবে?
টিভিতে Star Sports Network চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে ম্যাচ। সেখানেই লাইভ সম্প্রচার দেখতে পাবেন দর্শকরা।
অনলাইনে কোথায় Newcastle United বনাম Brighton and Hove Albion ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে?
Disney+ Hotstar-তে ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে। অর্থাৎ সেখানে সরাসরি ম্যাচ দেখতে পাবেন। তাছাড়া হিন্দুস্তান টাইমস বাংলায় ম্যাচের লাইভ স্কোর, টাটকা আপডেট-সহ যাবতীয় তথ্য দেখতে পাবেন। ক্লিক করুন bangla.hindustantimes.com-তে।
শেষ ৫ ম্যাচে মুখোমুখি সাক্ষাতের ফলাফল দেখুন একনজরে
১) 2023-09-02 তারিখে EPL-এ মুখোমুখি হয়েছিল Newcastle United এবং Brighton and Hove Albion
সেই ম্যাচে 3-1 গোলে জিতেছিল Brighton and Hove Albion
২) 2023-05-18 তারিখে EPL-এ মুখোমুখি হয়েছিল Newcastle United এবং Brighton and Hove Albion
4-4 গোলে ড্র হয়েছিল ম্যাচ
৩) 2022-08-13 তারিখে EPL-এ মুখোমুখি হয়েছিল Newcastle United এবং Brighton and Hove Albion
0-0 গোলে ড্র হয়েছিল ম্যাচ
৪) 2022-03-05 তারিখে EPL-এ মুখোমুখি হয়েছিল Newcastle United এবং Brighton and Hove Albion
2-2 গোলে ড্র হয়েছিল ম্যাচ
৫) 2021-11-06 তারিখে EPL-এ মুখোমুখি হয়েছিল Newcastle United এবং Brighton and Hove Albion
1-1 গোলে ড্র হয়েছিল ম্যাচ
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।