শেষ হল ২০২২-২৩ মরশুমের ইংলিশ প্রিমিয়ার লিগ। আগেই শিরোপা নিশ্চিত করা ম্যাঞ্চেস্টার সিটি নিজেদের শেষ ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে ০-১ গোলে হেরেছে। এদিকে আর্সেনাল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পায়ার জয় পেয়েছে। আর অবনমন হয়ে দ্বিতীয় লিগে নেমে গিয়েছে লেস্টার সিটি, লিডস ইউনাইটেড ও সাউদাম্পটন। অল্পের জন্য রক্ষা পেয়েছে এভারটন।
আরও পড়ুন… জানেন এখনও পর্যন্ত IPL ফাইনালে সর্বাধিক রান করার রেকর্ড কোন ব্যাটারের দখলে রয়েছে
এভারটনের হাঁপ ছেড়ে বাঁচার দিনে অবনমনের শিকার হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই প্রাক্তন চ্যাম্পিয়ন লেস্টার সিটি ও লিডস ইউনাইটেড। ২০১৫-১৬ মরশুমে রূপকথা লিখে চ্যাম্পিয়ন হওয়া লেস্টার রবিবার নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট হামকে ২-১ গোলে হারিয়েও নিজেদের অবনমন বাঁচাে পারেনি। তারা এখন অবনমনের খাঁড়ায় কাটা পড়েছে। অন্যদিকে তিনবারের চ্যাম্পিয়ন লিডস ১-৪ গোলে হেরে গেছে টটেনহাম হটস্পারের কাছে। এদিন লিভারপুলের সঙ্গে ৪-৪ গোলে ড্র করার ফলে সাউদাম্পটনের অবনমনও নিশ্চিত হয়েছে। এদিনের জয়ের ফলে ৩৮ ম্যাচে এভারটনের পয়েন্ট হয়েছে ৩৬। ১৭ নম্বরে থেকে লিগ শেষ করেছে এই দলটি। লেস্টারের পয়েন্ট ৩৪, লিডসের ৩১ ও সাউদাম্পটনের ২৫ পয়েন্ট।
আরও পড়ুন… সাদা বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার ভবিষ্যতের অধিনায়ককে খুঁজে নিলেন মাইকেল ভন
এদিকে লিডসকে ৪-১ গোলে হারিয়েও পরের মরশুমে ইউরোপীয় প্রতিযোগিতায় খেলা হচ্ছে না টটেনহামের। আরেক ম্যাচে অ্যাস্টন ভিলা ব্রাইটনকে ২-১ গোলে হারানোয় হ্যারি কেইনদের কপাল পুড়েছে। ৩৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থেকে লিগ শেষ করেছে টটেনহাম। ১ পয়েন্ট বেশি নিয়ে সপ্তম হয়ে কনফারেন্স লিগের প্লে-অফে খেলা সুযোগ পেয়েছে অ্যাস্টন ভিলা। ২০১০ সালের পর প্রথমবার মহাদেশীয় প্রতিযোগিতায় খেলবে ভিলা। অন্যদিকে ২০০৯-১০ মরশুমের পর প্রথমবার ইউরোপে যেতে ব্যর্থ টটেনহাম। ইপিএলের মরশুমে নিজেদের শেষ ম্যাচে জোড়া গোল করেছেন হ্যারি কেইন।
আরও পড়ুন… ইংল্যান্ড সফরে গিয়ে দারুণ শুরু করল আয়ারল্যান্ড, এসেক্সকে হারাল ১০ উইকেটে
ম্যাচের কথা বললে প্রিমিয়ার লিগে টিকে থাকতে হলে হলে বোর্নেমাউথকে হারাতেই হত এভারটনকে। শেষ পর্যন্ত সেটাই করেছে তারা। ৫৭ মিনিটে জয়সূচক গোলটি করেন দুকুরে। তাতে, ৭২ মরশুম পর অবনমনের যে শঙ্কা উঁকি দিচ্ছিল, তা এড়িয়ে হাসিমুখে মাঠ ছাড়ে এভারটন। অন্যদিকে অবনমন থেকে বাঁচতে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যাচ জেতার পাশাপাশি লেস্টার সিটিকে কিয়ে থাকতে হত এভারটনের ম্যাচের দিকেও। কিন্তু ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ২-১ গোলে জিতেও কাজ হয়নি ২০১৫-১৬ মরশুমের চ্যাম্পিয়নদের।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
ব্ল্যাকবার্ন রোভার্সের পর প্রথম এবং ইতিহাসের দ্বিতীয় প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল হিসেবে দ্বিতীয় স্তরে নেমে গেল লেস্টার। অন্যদিকে টটেনহ্যামের কাছে ১-৪ গোলে হারে লিডস ইউনাইটেড। এদিকে ১৬ ম্যাচ পর ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচ হেরেছে ম্যানসিটি। ব্রেন্টফোর্ডের কাছে ১-০ গোলে হেরেছে তারা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।