বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ব্রাইটনের কাছে বিধ্বস্ত রোনাল্ডোদের ছন্দহীন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

ব্রাইটনের কাছে বিধ্বস্ত রোনাল্ডোদের ছন্দহীন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

কোনও কিছুই যেন কাজে আসছে না রোনাল্ডোদের (ছবি:এএফপি) (AFP)

এদিন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পুরো দলের খেলা ছিল বিব্রতকর। জ্বলে উঠতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। পুরো ম্যাচেই ছন্দহীন ছিলেন পর্তুগিজ তারকা। চলতি লিগে এই মুহূর্তে ৩৭ ম‍্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে রয়েছে ইউনাইটেড। ৮৩ পয়েন্ট নিয়ে লিগে সবার ওপরে আছে লিভারপুল।

খারাপ সময়টা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। আগেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে। এ বার আগামী মরশুমে ইউরোপ সেরা প্রতিযোগিতায় খেলার যোগ্যতা হারাল প্রিমিয়ার লিগের দলটি। এ ছাড়া একের পর এক ম্যাচ হেরে চাপের মধ্যে রয়েছে রোনাল্ডোরা। তাদের ব্যর্থতা ভাবাচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের টিম ম্যানেজমেন্টকে। এর মধ্যেই এবার শনিবার ব্রাইটনের মাঠে ৪-০ গোলে পরাজিত হল রোনাল্ডোরা।

প্রথম লেগে ব্রাইটনকে ২-০ গোলে হারিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তবে শনিবার ম্যানইউকে ৪-০ গোলে হারায় ব্রাইটন। দলের হয়ে প্রথম গোল করেছেন মোইসেস কেইসেদো। এরপর ব‍্যবধান দ্বিগুণ করেন মার্ক কুকুরেইয়া। এরপর আরও দুই গোল দিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে ব্রাইটন। পরের দুই গোল করেন পাসকেল গ্রস ও লিওনার্দো ট্রসার্ড।

এদিন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পুরো দলের খেলা ছিল বিব্রতকর। জ্বলে উঠতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। পুরো ম্যাচেই ছন্দহীন ছিলেন পর্তুগিজ তারকা। চলতি লিগে এই মুহূর্তে ৩৭ ম‍্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে রয়েছে ইউনাইটেড। ৮৩ পয়েন্ট নিয়ে লিগে সবার ওপরে আছে লিভারপুল। পয়েন্টে বিচারে দ্বিতীয় স্থানে আছে ম্যাঞ্চেস্টার সিটি। প্রিমিয়ার লিগে শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। জিতেছে মাত্র একটিতে বাকিটিতে ড্র। এ ছাড়া বাজে সময় কাটানো ইউনাইটেড চলতি মরশুমে এখন পর্যন্ত হজম করেছে ৫৬টি গোল। যেটা তাদের কাছে প্রিমিয়ার লিগের এক আসরে সর্বোচ্চ গোল খাওয়ার রেকর্ড।

বন্ধ করুন