বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > প্রিমিয়র লিগে হার দিয়ে ইউনাইটেডে শুরু হল টেন হাগ জমানার

প্রিমিয়র লিগে হার দিয়ে ইউনাইটেডে শুরু হল টেন হাগ জমানার

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার এরিক টেন হাগ (ছবি-রয়টার্স) (REUTERS)

প্রিমিয়র লিগে এরিক টেন হাগ ইউনাইটেড 'বস' হিসেবে তাঁর জমানা শুরু করলেন হার দিয়ে। ব্রাইটন অ্যান্ড হোভের কাছে ইউনাইটেডকে হারতে হল ২-১ ফলে। রোনাল্ডো ম্যাচে খেললেও এদিন তিনি প্রথম একাদশে ছিলেন না। লিগের প্রথম ম্যাচে হার এড়াতে পারেনি হাগের ছেলেরা।

শুভব্রত মুখার্জি: মরশুম শুরুর আগেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে তিনি আদৌ থাকবেন কিনা তা নিয়েই এত কথাবার্তা হয়েছিল যে দলের ফোকাসটাই মনে হয় নড়ে গিয়েছিল। প্রিমিয়র লিগে এরিক টেন হাগ ইউনাইটেড 'বস' হিসেবে তাঁর জমানা শুরু করলেন হার দিয়ে। ব্রাইটন অ্যান্ড হোভের কাছে ইউনাইটেডকে হারতে হল ২-১ ফলে। রোনাল্ডো ম্যাচে খেললেও এদিন তিনি প্রথম একাদশে ছিলেন না।

ঘরের মাঠে ওল্ড ট্র্যাফোর্ডে ডাগআউটে বসেই পর্তুগিজ তারকাকে দেখতে হল ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের কাছে দল কিভাবে দুই গোল হজম করে নিল‌। ৫৩ মিনিটে ফ্রেডের পরিবর্তে রোনাল্ডোকে মাঠে নামিয়েছিলেন হাগ। কিন্তু লিগের প্রথম ম্যাচে হার এড়াতে পারেনি হাগের ছেলেরা।

আরও পড়ুন… মিনি ডার্বি জিতে মরশুম শুরু করল এটিকে মোহনবাগান! নৈহাটি দেখল কাউকো ম্যাজিক

এদিন কোন ম্যানইউ ফুটবলার গোল করতে পারেননি। ম্যাচে ইউনাইটেডের হয়ে একমাত্র গোলটিও করেন ব্রাইটনের আর্জেন্তাইন মিডফিল্ডার অ্যালেক্সিস অ্যালিস্টার। তিনি আত্মঘাতী গোল করে বসেন।

গতবার লিগে ইউনাইটেড লিগ শেষ করেছিল ষষ্ঠ স্থানে। ব্রাইটনের অবস্থান ছিল ৯ নম্বরে। দুই দলের লড়াইয়ের প্রথমার্ধেই জোড়া গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে যায় অতিথি দল ব্রাইটন। ঘরের ম্যাঠে ৬৮ মিনিটে ব্রাইটনের উপহার দেওয়া আত্মঘাতী গোলে ব্যবধান কমালেও ইউনাইটেড হার এড়াতে পারেনি।

আরও পড়ুন… শুরু Durand-এর টিকিট বিক্রি, ডার্বির টিকিটের দাম, কোথায় পাবেন, জানুন বিস্তারিত

ব্রাইটনের হয়ে জার্মান মিডফিল্ডার পাসকাল গ্রোবের ৩০ ও ৩৯ মিনিটে গোল করেন। ৩১ বছর বয়সী এই জার্মান স্ট্রাইকারের গোলেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারাতে সক্ষম হয় ব্রাইটন। চেলসি, আর্সেনাল প্রিমিয়র লিগ জয় দিয়ে শুরু করলেও নতুন কোচের অধীনেও ইউনাইটেডের ভাগ্য বদলালো না।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন