বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম হলেন আরলিং হালান্ড। বহুদিন ধরেই তিনি পরবর্তী মরশুমে কোন ক্লাবে খেলবেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছিল। Sky Germany-র রিপোর্ট অনুযায়ী হালান্ডা তাঁর বর্তমান ক্লাবকে পরের মরশুমে দল ছাড়ার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন।
নরওয়ে তারকাকে সই করার জন্য ম্য়াঞ্চেস্টার সিটির পাশাপাশি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আগ্রহের কথাও শোনা যাচ্ছিল। তবে রিয়াল, বার্সাকে নাকচ করে ভাবী প্রিমিয়র লিগ বিজেতা সিটির হয়েই সই করতে চলেছেন হালান্ড। The Athletic-র সাংবাদিক ডেভিড ওরনস্টাইন সোমবারই (৯ মে) এক রিপোর্টে দাবি করেছেন ম্যান সিটির সঙ্গে নাকি হালান্ডের চুক্তি পাকা হয়ে গিয়েছে।
বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে হালান্ডের চুক্তিতে ২০২২ মরশুম শেষে তাঁকে ৭৫ মিলিয়ন ইউরোর বদলে ছেড়ে দেওয়ার কথা উল্লেখ ছিল। ২১ বছর বয়সি তারকার মার্কেটমূল্য থেকে এই দাম অনেকটাই কম। তাই ২০২২-র গ্রীষ্মে হালান্ড যে দল পরিবর্তন করবেনই, তা কার্যত নিশ্চিত ছিল। এমনটাই আসন্ন দিনে হচ্ছেও। এই চুক্তির মধ্যে একটাই শর্ত রয়েছে, যেহেতু হালান্ডের রিলিজ ক্লজে তাঁকে ডর্টমুন্ড থেকে কিনবে কোনও দল, তাই সেই অর্থটা বাকি বড় ট্রান্সফারগুলির মতো খেপে খেপে নয়, একবারেই দিতে হবে উক্ত দলকে।
হালান্ডের সঙ্গে কথাবার্তা মোটামুটি পাকা হয়ে গেলেও, এখনও শেষ পর্যায়ের অল্প কিছু চুক্তি পাকা হওয়া বাকি রয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী আগামী সপ্তাহের মধ্যেই নাকি সিটির নতুন খেলোয়াড় হিসাবে হালান্ডের নাম ঘোষণা হবে। নরওয়ের হালান্ড মাত্র ৮৮ ম্যাচ খেলে ডর্টমুন্ডের হয়ে ৮৫টি গোল করে ফেলেছেন। সিটি অপরদিকে এই মরশুমে শুরুর দিকে হ্যারি কেনকে সই করতে ব্যর্থ হওয়ার পর গোটা মরশুমটাই কার্যত স্ট্রাইকার ছাড়াই খেলেছে। তাদের সেই ঘাটতি মিটতে চলেছে। হালান্ডের বদলি হিসাবে ডর্টমুন্ড আরেক তুখড় প্রতিভা, আরবি সল্জবার্গের কারিম আদেয়েমিকে সই করাতে চলেছে।