হ্যারি কেনের সামনে সুযোগ ছিল ফাইনালে একাধিক গোল করে ইউরো ২০২০-র সর্বোচ্চ গোল স্কোরার হওয়ার। যদিও খেতাবি লড়াইয়ে গোল করা তো দূরের কথা, প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে একটিও শট নিতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক। ফলে পর্তুগীজ সুপার স্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাতেই উঠল ইউরো ২০২০-র গোল্ডেন বুট অ্যাওয়ার্ড।
রোনাল্ডো এবারের ইউরো কাপে ৪ ম্যাচে ৫টি গোল করেছেন এবং ১টি গোলের পাস বাড়িয়েছেন। চেক প্রজাতন্ত্রের প্যাট্রিকও ৫টি গোল করেন, তবে পর্তুগীজ তারকা অ্যাসিস্টের নিরিখেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতায় পরিণত হন এবং গোল্ডেন বুট জেতেন।
টুুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার উঠেছে ইতালির গোলরক্ষক দোনারুমার হাতে। তিনি টুর্নামেন্টে মোট ৯টি নিশ্চিত গোল বাঁচিয়েছেন। ফাইনালে জোড়া পেনাল্টি আটকে দেন দোনারুমা। তিনটি ম্যাচে কোনও গোল খাননি। গোটা টুর্নামেন্টে মাত্র ৪টি গোল হজম করেছেন তিনি।
ইউরোর সেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন স্পেনের পেদ্রি। এছাড়া স্টার অফ দ্য ফাইনালের পুরস্কার জিতেছেন সবথেকে বেশি বয়সে ইউরো ফাইনালে গোল করা বোনুচ্চি।
ইউরো ২০২০-র পুরস্কার তালিকা:-
চ্যাম্পিয়ন: ইতালি।
রানার্স: ইংল্যান্ড।
স্টার অফ দ্য ফাইনাল: লিওনার্দো বোনুচ্চি।
টুর্নামেন্টের সেরা: দোনারুমা।
গোল্ডেন বুট: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
সেরা তরুণ ফুটবলার: পেদ্রি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।