বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EURO 2020: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড, চেক রিপাবলিক, - গ্রুপ ‘ডি’র দলগুলি কীভাবে শেষ ষোলোয় যাবে?

EURO 2020: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড, চেক রিপাবলিক, - গ্রুপ ‘ডি’র দলগুলি কীভাবে শেষ ষোলোয় যাবে?

গ্রুপের শেষ ম্যাচে নামার আগে অনুশীলনে চেক রিপাবলিক (ছবি: রয়টার্স) (Pool via REUTERS)

আজ রাতে গ্রুপ ‘ডি’-র চারটি দল নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে। গ্রুপ ‘ডি’-এর অবস্থানটা দেখে নেওয়া যাক।

জমে উঠেছে ইউরোর গ্রুপ লিগের লড়াই। আজ রাতে গ্রুপ ‘ডি’-র চারটি দল নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে। গ্রুপ ‘ডি’-এর অবস্থানটা দেখে নেওয়া যাক। এই গ্রুপ থেকে কোন দল শেষ ষোলোয় উঠতে পারে। 

আপাতত চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’-এর শীর্ষে রয়েছে চেক রিপাবলিক। চার পয়েন্ট নিয়ে ইংল্যান্ড রয়েছে তালিকার দুই নম্বরে। গোল পার্থক্যের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশরা। ক্রোয়েশিয়া রয়েছে তিন নম্বরে, তাঁদের পয়েন্ট এক। তারা এখনও পর্যন্ত একটি ম্যাচ ড্র করেছে। অন্যদিকে এক পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে স্কটল্যান্ড। ২২শ জুন মঙ্গলবার ভারতীয় সময়ে রাত ১২.৩০ মাঠে নামবে গ্রুপ ‘ডি’-র এই চারটি দল। গ্রুপ লিগের শেষ ম্যাচে হ্যাম্পডেন পার্কে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে স্কটল্যান্ড ও অন্য ম্যাচে ওয়েম্বলিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে চেক রিপাবলিক।   

একনজরে দেখে নিন কোন কোন দল কোন অঙ্কে নক-আউট পর্বে যেতে পারে?

 

১) ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া জিতল। সেক্ষেত্রে ইংল্যান্ডের পয়েন্ট হবে সাত। ক্রোয়েশিয়ার পয়েন্ট হবে চার। ইংল্যান্ড সরাসরি নক-আউটে চলে যাবে। ক্রোয়েশিয়া তৃতীয় স্থান পেতে পারে বা দ্বিতীয় স্থান পেতে পারে। সেক্ষেত্রে চেক রিপাবলিক ও ক্রোয়েশিয়ার মোট গোল পার্থক্য দেখা হবে। যে গোল পার্থক্যে বেশি থাকবে সে সরাসরি শেষ ষোলোয় পৌঁছাবে। অন্য দলকে বাকি গ্রুপ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। অন্যদিকে শেষ ম্যাচ হেরে গ্রুপ লিগ থেকেই বিদায় নেবে স্কটল্যান্ড।

 

২) ইংল্যান্ড এবং স্কটল্যান্ড জিতল। সেক্ষেত্রে ইংল্যান্ডের পয়েন্ট হবে সাত। ইংল্যান্ড সরাসরি নক-আউটে চলে যাবে। স্কটল্যান্ডের পয়েন্ট হবে চার। তারা তিন নম্বর জায়গাটা পাবে। অন্যদিকে ইংল্যান্ডের কাছে ম্যাচ হেরেও চার পয়েন্ট নিয়ে গ্রুপের দুই নম্বর হয়ে পরের রাউন্ডে পৌঁছে যাবে চেক রিপাবলিক। ক্রোয়েশিয়া এক পয়েন্ট নিয়ে গ্রুপ লিগ থেকে বিদায় নেবে।

   

৩) চেক রিপাবলিক এবং ক্রোয়েশিয়া জিতল। সেক্ষেত্রে গ্রুপ শীর্ষে থেকে সরাসরি নক-আউটে পৌঁছে যাবে চেক রিপাবলিক। তাদের পয়েন্ট হবে সাত। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় হবে ইংল্যান্ড এবং তারা সরাসরি শেষ ষোলোয় চলে যাবে। ক্রোয়েশিয়া চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকবে। এবং তাদের সেরা চারটি তৃতীয় স্থানাধিকারী দলের মধ্যে ঠাঁই পাওয়ার জন্য বাকি গ্রুপের দিকে তাকিয়ে থাকতে হবে। গ্রুপ লিগ থেকে ছিটকে যাবে স্কটল্যান্ড।

 

৪) চেক রিপাবলিক এবং স্কটল্যান্ড জিতল। গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলোয় পৌঁছে যাবে চেক রিপাবলিক। এদিনের ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকবে স্কটল্যান্ড। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মোট গোল পার্থক্যের উপর সবটা নির্ভর করবে। তবে ক্রোয়েশিয়া গ্রুপ লিগ থেকেই বিদায় নেবে।

 

৫) ইংল্যান্ড-চেক রিপাবলিক এবং ক্রোয়েশিয়া-স্কটল্যান্ড ম্যাচ ড্র হল। সেক্ষেত্রে পাঁচ পয়েন্ট হবে ইংল্যান্ড ও চেক রিপাবলিকের। ফলে সরাসরি নক-আউটের টিকিট পেয়ে যাবে ইংল্যান্ড ও চেক রিপাবলিক। ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ড ম্যাচ ড্র হলে তাদের পয়েন্ট দাঁড়াবে দুই। ফলে দুই দলের কাছেই কঠিন হয়ে যাবে শেষ ষোলোয় যাওয়া। তবে এই ম্যাচ ড্র হলে স্কটল্যান্ড গ্রুপে চতুর্থ হয়েই শেষ করবে আর ক্রোয়েশিয়া তৃতীয় স্থান দখল করবে।

 

৬) ইংল্যান্ড জিতল। ক্রোয়েশিয়া-স্কটল্যান্ড ম্যাচ ড্র হল। গ্রুপ চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড(৭ পয়েন্ট)। দ্বিতীয় স্থানে থাকবে চেক রিপাবলিকে (চার পয়েন্ট)। তৃতীয় স্থানে থাকবে ক্রোয়েশিয়া (২ পয়েন্ট)। ফলে সরাসরি নক-আউটে চলে যাবে ইংল্যান্ড এবং চেক রিপাবলিক। গ্রুপের চতুর্থ স্থানে থাকবে (২ পয়েন্ট) স্কটল্যান্ড। 

 

৭) চেক রিপাবলিক জিতল। ক্রোয়েশিয়া-স্কটল্যান্ড ম্যাচ ড্র হল। গ্রুপ চ্যাম্পিয়ন হবে চেক রিপাবলি (৭ পয়েন্ট)। দ্বিতীয় স্থানে থাকবে ইংল্যান্ড (চার পয়েন্ট)। তৃতীয় স্থানে থাকবে ক্রোয়েশিয়া (২ পয়েন্ট)। গ্রুপ ‘ডি’ থেকে সরাসরি নক-আউটে চলে যাবে ইংল্যান্ড এবং চেক রিপাবলিক। গ্রুপের চতুর্থ স্থানে থাকবে (২ পয়েন্ট) স্কটল্যান্ড। 

 

৮) ইংল্যান্ড-চেক রিপাবলিক ম্যাচ ড্র হল। ক্রোয়েশিয়া জিতল। গ্রুপ চ্যাম্পিয়ন হবে চেক রিপাবলি (৫ পয়েন্ট)। দ্বিতীয় স্থানে থাকবে ইংল্যান্ড (পাঁচ পয়েন্ট)। প্রথম দু'দল হিসেবে নক-আউটে যাবে ইংল্যান্ড এবং চেক রিপাবলিক। তৃতীয় হবে ক্রোয়েশিয়া (চার পয়েন্ট)। তার ফলে সেরা তৃতীয় স্থানাধিকারী দল হিসেবে শেষ ষোলোর যাওয়ার সম্ভাবনা থাকবে ক্রোয়েশিয়ার। গ্রুপ লিগ থেকে বিদায় নেবে স্কটল্যান্ড(১ পয়েন্ট)। 

 

৯) ইংল্যান্ড-চেক রিপাবলিক ম্যাচ ড্র হল। স্কটল্যান্ড জিতল। গ্রুপ চ্যাম্পিয়ন হবে চেক রিপাবলি (৫ পয়েন্ট)। দ্বিতীয় স্থানে থাকবে ইংল্যান্ড (পাঁচ পয়েন্ট)। প্রথম দু'দল হিসেবে নক-আউটে যাবে ইংল্যান্ড এবং চেক রিপাবলিক। তৃতীয় হবে স্কটল্যান্ড (চার পয়েন্ট)। তার ফলে সেরা তৃতীয় স্থানাধিকারী দল হিসেবে শেষ ষোলোর যাওয়ার সম্ভাবনা থাকবে স্কটল্যান্ডের সামনে। ১ পয়েন্ট নিয়ে তালিকার শেষে অবস্থান করে গ্রুপ লিগ থেকে ১ পয়েন্ট সংগ্রহ করে বিদায় নেবে ক্রোয়েশিয়া।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

Lok Sabha Vote LIVE: আজ ৮ কেন্দ্রীয় মন্ত্রী সহ ১৬২৫ প্রার্থীর ভাগ্য নির্ধারণ পঞ্জাবকে হারিয়ে মুম্বইয়ের লম্বা জাম্প! গিল-ধাওয়ানদের পিছনে ফেললেন হার্দিকরা LIVE WB Lok Sabha Vote: বাংলার ৩ কেন্দ্রে আজ ভোট, ৫৮১৪ বুথেই কেন্দ্রীয় বাহিনী সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল শোণিতপুর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য ‘বাচ্চার বাচ্চা আসছে…’,দিদিমা হচ্ছেন নীনা গুপ্তা! ২য় বিয়ের এক বছর,গর্ভবতী মাসাবা গর্ভাবস্থাতেই ‘ঢিসুম ঢিসুম’ দীপিকার, ছেলে না মেয়ে চাই? মনের ইচ্ছে জানালেন রণবীর ব্যবসায়ীকে খুনের চেষ্টা, বারে ভাঙচুর, বাকি ৮৭ হাজারের বিল! জেল হতে পারে পরীমনির? লখিমপুর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য

Latest IPL News

কাজে এল না আশুতোষ-শশাঙ্কের লড়াই, রোমাঞ্চকর ম্যাচে পঞ্জাবকে ৯ রানে হারাল মুম্বই বুমরাহের ইনসুইং ইয়র্কার বুঝতেই পারলেন না রসউ, উপড়ে গেল দু'টি স্টাম্প- ভিডিয়ো তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম- MI vs RR ম্যাচের স্মৃতি ভুলতে পারছেন না রোহিত আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছেন? CSK-র সমালোচনা করতেই প্রাক্তনীর রোষে হর্ষ ভোগলে সেদিন আটকে গেলাম না হলে... ODI World Cup 2023 ফাইনাল নিয়ে আক্ষেপ করছেন রাহুল IPL 2024: দুবে, ওয়াশিংটনরা বলই পাচ্ছেন না- হঠাৎ কেন চিন্তায় পড়লেন রোহিত শর্মা T20 WC-এর ১৫ জনের দলে হার্দিক থাকবেনই, তবে রিঙ্কুর জায়গা নিশ্চিত নয়- রিপোর্ট MI: আসলে আমি জানি IPL-এ কীভাবে সাফল্য পাওয়া যায়- কেন এমন বললেন রোহিত শর্মা? সিঁড়িতে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছেন ধোনি, সাহায্যের হাত বাড়ালেন সুরেশ রায়না

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.