বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Euro 2020 Final: এলোপাথাড়ি মারধর, লাথি, কিল - ইংরেজ সমর্থকদের ‘তাণ্ডবের’ মধ্যে ভাইরাল ভিডিয়ো

Euro 2020 Final: এলোপাথাড়ি মারধর, লাথি, কিল - ইংরেজ সমর্থকদের ‘তাণ্ডবের’ মধ্যে ভাইরাল ভিডিয়ো

এলোপাথাড়ি মারধর, লাথি, কিল - ইংরেজ সমর্থকদের ‘তাণ্ডবের’ মধ্যে ভাইরাল ভিডিয়ো। (ছবি সৌজন্য ভিডিয়ো)

পিলপিল করে ঢুকে পড়ছেন লোক। তাঁদের লক্ষ্য করে কয়েকজন এলোপাথাড়ি হাত ছুড়ছেন। কখনও ঘুসি মারছেন। একজনকে আবার আবার ফেলে লাথি মারা হচ্ছে। ইউরো কাপের ফাইনালের আগে বিশৃ্ঙ্খলার অভিযোগের মধ্যে এমনই একটি ভিডিয়ো সামনে এসেছে। 

এক মিনিট ২২ সেকেন্ডের সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ইংল্যান্ডের পতাকা গায়ে অনেকে একটি গেট দিয়ে হুড়মুড়িয়ে ঢুকে আসছেন। নিরাপত্তারক্ষীরা তাঁদের আটকানোর চেষ্টা করছেন। তাতে অবশ্য কোনও লাভ হচ্ছে না। তারইমধ্যে সাধারণ পোশাকে কয়েকজন হাত চালাতে শুরু করেন। একেবারে এলোপাথাড়ি হাত চালাচ্ছেন। এমনই একজন সাধারণ পোশাকে ব্যক্তির ঘুষি খেয়ে পড়ে যান এক ব্যক্তি। একজন ব্যক্তিকে মাটিতে ফেলে কয়েকজন লাথি মারতে থাকেন। একজন বিয়ারের গ্লাসও ছুড়ে দেন। তারইমধ্যে নিরাপত্তারক্ষীরা ওই মার খাওয়া ব্যক্তিকে বের করে দেন।

সেই ভিডিয়ো ভাইরাল হতেই বিভিন্ন তত্ত্ব উঠে এসেছে। একটি অংশের দাবি, সাধারণ পোশাকে যাঁরা ছিলেন, তাঁরা আদতে নিরাপত্তা আধিকারিক। যাঁরা টিকিটহীন ইংরেজ সমর্থকদের ওয়েম্বলি স্টেডিয়ামে ঢোকা থেকে আটকেচ্ছিলেন। যদিও কয়েকজনের আবার বক্তব্য, টিকিটহীন সমর্থকদের স্টেডিয়ামে ঢুকতে দেখে মেজাজ হারিয়ে ফেলেন বৈধ টিকিটধারীরা। তাঁরাই লাথি, কিল, ঘুষি চালিয়েছেন।

এমনিতে একাধিক সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, ফাইনাল দেখার জন্য বিনা টিকিটেই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন একদল সমর্থক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে, পুলিশের ব্যারিকেড টপকে ইংরেজ সমর্থকরা স্টেডিয়ামের দিকে আসার চেষ্টা করছেন। তার জেরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় সমর্থকদের। কিন্তু উন্মুক্ত জনতাকে নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগে পেতে হয়। সেই সুযোগে অনেককেই বিনা টিকিটেই স্টেডিয়ামে ঢুকতে দেখা গিয়েছে। স্টেডিয়ামের ভিতরে থাকা এক ইংরেজ সমর্থককে উদ্ধৃত করে ব্রিটেনের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওই ব্যক্তির চারপাশে বিনা টিকিটের প্রচুর লোকজন আছেন। সেইসঙ্গে মদ্যপ ইংরেজ সমর্থকদের রাস্তায় বিয়ারের গ্লাস, বোতল ছুড়তে দেখা গিয়েছে। স্টেডিয়ামে যাওয়ার রাস্তায় ভাঙা কাঁচ, ক্যান ছড়িয়ে-ছিটিয়ে আছে।

যদিও ওয়েম্বলি স্টেডিয়ামের এক মুখপাত্র দাবি করেছেন, যা বিশৃঙ্খলা হয়েছে, তা স্টেডিয়াম চত্বরের বাইরে হয়েছে। সেখানকার নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ওই এলাকায় দ্রুত নিরাপত্তা বাড়ানো হয়। বিনা টিকিটে কেউ স্টেডিয়ামে ঢুকতে পারেননি। মেট্রোপলিটন পুলিশের তরফে টুইটারে জানানো হযেছে, ওয়েম্বলির নিরাপত্তা আধিকারিকরা জানিয়েছেন যে স্টেডিয়ামের ভিতর কেউ ঢুকতে পারেননি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দুর্নীতি ঢাকতে ২০১৬তেই OMR শিট সংরক্ষণের বিধি বদল? বিস্ফোরক অভিযোগ SSCর বিরুদ্ধে Video: পাটনায় রেলস্টেশনের কাছের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৬, আহত ৩০ কাঞ্চনকে গাড়ি থেকে নামালেন কল্যাণ, হাসপাতালে ভর্তি ‘কচি বউ’ শ্রীময়ী, হলটা কী? চপার থেকে নামতেই পা জড়িয়ে ধরেন মহিলা, রাস্তায় চুমুও ছুড়লেন তরুণী, কী করলেন দেব শুক্রবার থেকে ৩ দিন ব্যাঙ্ক বন্ধ বহু জায়গায় !ভোটের দিন কোথায় কোথায় খোলা থাকবে না নিজের সম্পত্তি বাঁচাতে রাজীব গান্ধী তুলে দিয়েছিলেন উত্তরাধিকার আইন- মোদী হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিসমাহ মারুফ বেআইনি নির্মাণ কিনা ফ্ল্যাট কেনার আগেই জানতে পারবেন ক্রেতারা, চালু হচ্ছে পোর্টাল তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু নরেন্দ্র মোদীর মন্তব্যের প্রতিবাদ করার ‘শাস্তি’, সংখ্যালঘু নেতাকে বহিষ্কার BJP-র

Latest IPL News

তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.