তিন ম্যাচে একটি জয় ও দু'টি ড্র-সহ ৫ পয়েন্ট নিয়ে এফ-গ্রুপ থেকে এক নম্বরে থেকে নক-আউটে প্রবেশ করে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ এ-গ্রুপের তৃতীয় দল সুইজারল্যান্ড, যারা লিগের তিন ম্যাচের ১টিতে জয় তুলে নেয়, একটি ড্র করে ও একটি ম্যাচ হারে।
দেখে নেওয়া যাক ইউরো কাপ ২০২০-র শেষ ষোলোয় ফ্রান্স বনাম সুইজারল্যান্ড ম্যাচ কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।
ফ্রান্স বনাম সুইজারল্যান্ড ইউরো ২০২০-র প্রি-কোয়ার্টার ফাইনাল কবে অনুষ্ঠিত হবে: ২৯ জুন, ২০২১, মঙ্গলবার (আসলে সোমবার মাঝরাতে)।
কোথায় অনুষ্ঠিত হবে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচ: ন্যাশনাল এরিনা (বুখারেস্ট, রোমানিয়া)।
কখন শুরু ম্যাচ: ভারতীয় সময় অনুযায়ী রাত ১২টা ৩০ মিনিটে শুরু ম্যাচ।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার: সোনি নেটওয়ার্কে চ্যানেলগুলিতে (সোনি সিক্স, সোনি টেন-২, সোনি টেন-৩, সোনি টেন-৪)।
মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: SonyLIV-এ দেখা যাবে লাইভ স্ট্রিম। এছাড়া ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।