প্রায় মাঝমাঠ থেকে বাঁ পায়ে লম্বা একটি শট নিয়েছিলেন চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক শিক। গোলকিপারের মাথার উপর দিয়ে বলটা গিয়ে নিখুঁত ভাবে জালে জড়িয়েছিল। অসাধারণ এই গোল দেখে বিস্মিত গোটা ফুটবল বিশ্ব। এ ভাবে মাঝমাঠ থেকে এ রকম অসাধারণ একটি গোল হতে পারে, কেউ বোধহয় ভাবেননি! ২৫ বছরের চেক ফুটবলারের দুরন্ত গোল নিয়ে এখন গোটা বিশ্বে আলোড়ন পড়ে গিয়েছে। ইউরোর অন্যতম সেরা গোল বলা হচ্ছে এটিকে।
গোলটি হয়েছে ইউরোর গ্রুপ-'ডি'র স্কটল্যান্ড এবং চেক প্রজাতন্ত্রের ম্যাচে। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটের মাথায় স্কটল্যান্ডের জ্যাক হেনড্রিকে এক চেক ফুটবলার ব্লক করলে, তাঁর পা থেকে বলটি রিবাউন্ড হয়ে শিকের কাছে যায়। সেই বলটি ধরেই প্রায় হাফলাইন থেকে বাঁপায়ের লম্বা শটে গোলটি করেন শিক। গোলটি করার আগেই শিক দেখে নিয়েছিলেন, স্কটল্যান্ডের গোলকিপার ডেভিড মার্শাল গোল ছেড়ে অনেকটা এগিয়ে এসেছেন। গোল পুরো ফাঁকা ছিল। হিসেব কষেই দূরপাল্লার শটটি মেরেছিলেন শিক। একেবারে মাপা নিখুঁত শট। কোনও ভাবেই আচমকা হয়ে যাওয়া গোল এটি ছিল না। কারণ শিকের আত্মবিশ্বাস দেখেই বোঝা গিয়েছিল, এই ধরনের শট মারতে তিনি অভ্যস্ত। গোলকিপার বলটি বাঁচাবে কী, সেটিকে দেখতে গিয়ে, নিজেই জালে জড়িয়ে যান। আর এই বিস্ময় গোলের সঙ্গেই ২-০ এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। এই গোলের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এই গোলটি ছাড়াও বিরতির আগে আরও একটি গোল করেছিলেন শিক। ম্যাচের শুরুতে অবশ্য স্কটল্যান্ডের গতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে কিছুটা চাপেই পড়ে গিয়েছিল এই ম্যাচের ফেভারিট চেক প্রজাতন্ত্র। কিন্তু ধীরে ধীরে নিজেদের হাতে খেলার রাশ আনতে শুরু করেন চেক ফুটবলাররা। ম্যাচের ৪২ মিনিটে শিকের গোলে ১-০ করে পায়ের তলার জমি শক্ত করে চেক প্রজাতন্ত্র। দ্বিতীয়ার্ধে সেই শিকেরই চমকপ্রদ গোলের পর স্কটল্যান্ড একেবারেই ব্যাকফুটে চলে যায়। ২-০ গোলে ম্যাচ পকেটে পুড়ে নেয় চেক প্রজাতন্ত্র।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।