বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EURO 2020: সুইডেন, স্লোভাকিয়া, স্পেন, পোল্যান্ড- গ্রুপ ‘ই’ থেকে কোন দল কী ভাবে শেষ ষোলোয় উঠতে পারবে?

EURO 2020: সুইডেন, স্লোভাকিয়া, স্পেন, পোল্যান্ড- গ্রুপ ‘ই’ থেকে কোন দল কী ভাবে শেষ ষোলোয় উঠতে পারবে?

অনুশীলনে ব্যস্ত ইউরোর গ্রুপ ‘ই’ দল স্লোভাকিয়া (ছবি: রয়টার্স) (REUTERS)

গ্রুপ ‘ই’-এর অবস্থানটা দেখে নেওয়া যাক। দেখে নিন কোন অঙ্কে কোন দল এই গ্রুপ থেকে কোন কোন দল শেষ ষোলোয় উঠতে পারে।

ইউরোর গ্রুপ ‘ই’-র লড়াই জমে উঠেছে। আজ রাতে গ্রুপ ‘ই’-র চারটি দল গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে। গ্রুপ ‘ই’-এর অবস্থানটা দেখে নেওয়া যাক। এই গ্রুপ থেকে কোন কোন দল শেষ ষোলোয় উঠতে পারে।  

আপাতত চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ই’-এর শীর্ষে রয়েছে সুইডেন। তিন পয়েন্ট নিয়ে স্লোভাকিয়া রয়েছে তালিকার দুই নম্বরে। স্পেন রয়েছে তিন নম্বরে, তাঁদের পয়েন্ট দুই। তারা এখনও পর্যন্ত দুটি ম্যাচ ড্র করেছে। অন্যদিকে এক পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে রয়েছে পোল্যান্ড। মজার বিষয় এই গ্রুপে প্রত্যেক দলের কাছেই পরের রাউন্ডে যাওয়ার হাতছানি রয়েছে। 

২৩শে জুন বুধবার ভারতীয় সময়ে রাত ৯.৩০ মিনিটে মাঠে নামবে গ্রুপ ‘ই’-র এই চারটি দল। গ্রুপ লিগের শেষ ম্যাচে সুইডেন মুখোমুখি হবে পোল্যান্ডের। ও অন্য ম্যাচে স্পেন মুখোমুখি হবে স্লোভাকিয়ার। 

একনজরে দেখে নিন কোন কোন দল কোন অঙ্কে নক-আউট পর্বে যেতে পারে?

 

১) সুইডেন এবং স্পেন জিতল। ইতিমধ্যে গ্রুপের শীর্ষে রয়েছে সুইডেন। যদি এই ম্যাচ জেতে তাহলে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই পরের রাউন্ডে যাবে। সেক্ষেত্রে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় উঠবে স্পেন। স্লোভাকিয়া তিন পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকবে। এবং পোল্যান্ড জয়ের মুখ না দেখেই (১ পয়েন্ট) এবারের ইউরো থেকে বিদায় নেবে। 

 

২) সুইডেন এবং স্লোভাকিয়া জিতল। ইতিমধ্যে গ্রুপের শীর্ষে রয়েছে সুইডেন। যদি এই ম্যাচ জেতে তাহলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই পরের রাউন্ডে যাবে তারা। স্লোভাকিয়া ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থান পাবে ও পরের রাউন্ডে চলে যাবে। স্পেন দুই পয়েন্ট নিয়ে থাকবে তিন নম্বরে ও পোল্যান্ড এক পয়েন্ট নিয়ে এবারের ইউরো থেকে বিদায় নেবে। 

 

৩) পোল্যান্ড এবং স্পেন জিতল। সেক্ষেত্রে গ্রুপ লিগের নিচে থাকা পোল্যান্ড চার পয়েন্ট নিয়ে একেবারে গ্রুপের দ্বিতীয় স্থানে পৌঁছে যাবে। গ্রুপ-এর এক নম্বরে থাকবে স্পেন কারণ তাদের পয়েন্ট হবে পাঁচ। তিন নম্বরে চলে আসবে সুইডেন। পোল্যান্ডের সঙ্গে তাদের সমান পয়েন্ট থাকলেও হেড টু হেড হারার জন্য তিনে থাকবে সুইডেন। স্লোভাকিয়া গ্রুপের চার নম্বরে শেষ করবে, তাদের পয়েন্ট হবে তিন। 

 

৪) পোল্যান্ড এবং স্লোভাকিয়া জিতল। স্লোভাকিয়া গ্রুপ শীর্ষে অবস্থান করবে। তাদের পয়েন্ট হবে ৬। সেক্ষেত্রে গ্রুপ ‘ই’-র দ্বিতীয়স্থান পাবে পোল্যান্ড। তাদের পয়েন্ট হবে চার। সুইডেনের সঙ্গে সমান পয়েন্ট থাকার পরেও একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে যেহেতু পোল্যান্ড জিতবে তাই এগিয়ে থাকবে পোল্যান্ড। এই ক্ষেত্রে ছিটকে যাবে স্পেন। তাদের পয়েন্ট হবে দুই। তারা গ্রুপে শেষে থেকেই এবারের ইউরো যাত্রা শেষ করবে।  

 

৫) সুইডেন-পোল্যান্ড এবং স্পেন-স্লোভাকিয়া ম্যাচ ড্র হল। সেক্ষেত্রে সুইডেন পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে পৌঁছে যাবে। স্লোভাকিয়া চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে উঠবে। তৃতীয় হবে স্পেন তাদের পয়েন্ট হবে তিন। পরের রাউন্ডে ওঠার জন্য তাদের বাকি গ্রুপের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। পোল্যান্ড দুই পয়েন্ট নিয়ে গ্রুপ লিগ থেকে বিদায় নেবে।    

 

৬) সুইডেন জিতল। স্পেন-স্লোভাকিয়া ম্যাচ ড্র হল। গ্রুপ চ্যাম্পিয়ন হবে সুইডেন(৭ পয়েন্ট)।

দ্বিতীয় স্থানে থাকবে স্লোভাকিয়া (চার পয়েন্ট)। তৃতীয় স্থানে থাকবে স্পেন (৩ পয়েন্ট)। ফলে সরাসরি নক-আউটে চলে যাবে সুইডেন এবং স্লোভাকিয়া। গ্রুপের চতুর্থ স্থানে থাকবে (২ পয়েন্ট) পোল্যান্ড। 

 

৭) পোল্যান্ড জিতল। স্পেন-স্লোভাকিয়া ম্যাচ ড্র হল। গ্রুপ চ্যাম্পিয়ন হবে পোল্যান্ড (৪ পয়েন্ট)। সুইডেনের সংগ্রহে থাকবে চার পয়েন্ট। সুইডেন এই ম্যাচ হেরেও থাকবে লিগ তালিকার দুই নম্বরে। স্লোভাকিয়ার পয়েন্ট হবে চার। তৃতীয়স্থানে থাকবে তারা। স্পেনের (তিন পয়েন্ট)গ্রুপ লিগ থেকে পরের রাউন্ডে যাওয়ার কোনও পথ খোলা থাকবেনা। 

 

৮) সুইডেন-পোল্যান্ড ম্যাচ ড্র হল। স্পেন জিতল।

গ্রুপ চ্যাম্পিয়ন হবে সুইডেন (৫ পয়েন্ট)। দ্বিতীয় স্থানে থাকবে স্পেন (পাঁচ পয়েন্ট)। প্রথম দু'দল হিসেবে নক-আউটে যাবে সুইডেন এবং স্পেন। তৃতীয় হবে স্লোভাকিয়া (তিন পয়েন্ট)। তার ফলে সেরা তৃতীয় স্থানাধিকারী দল হিসেবে শেষ ষোলোর যাওয়ার সম্ভাবনা থাকবেনা পোল্যান্ডের কাছে। গ্রুপ লিগ থেকে বিদায় নেবে পোল্যান্ড(২ পয়েন্ট)। 

 

৯) সুইডেন-পোল্যান্ড ম্যাচ ড্র হল। স্লোভাকিয়া জিতল।

গ্রুপ চ্যাম্পিয়ন হবে স্লোভাকিয়া (ছয় পয়েন্ট)। দ্বিতীয় স্থানে থাকবে সুইডেন (৫ পয়েন্ট)। প্রথম দু'দল হিসেবে নক-আউটে যাবে স্লোভাকিয়া এবং সুইডেন। গ্রুপ ‘ই’-র তৃতীয় ও চতুর্থ দল হিসাবে জায়গা করে নেবে স্পেন ও পোল্যান্ড। দুই দলেরই পয়েন্ট হবে ২। গোল পার্থক্যের বিচারে ঠিক হবে কোন দল তিন নম্বরে ও কোন দল চার নম্বর থাকবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গগৈদের ‘পুরনো’ ঘর! নয়া কাজিরাঙা কে বাজিমাত করবে? কার উপর সদয় হবেন ভোটাররা? IPL Points Table: SRH-কে হারিয়ে বিশেষ লাভ হল না RCB-র, সুবিধে হল KKR সহ অন্যদের ‘বাবার মতো’ মিঠুনকে ‘গদ্দার’ তকমা মমতার! দলনেত্রীর মন্তব্যে কী প্রতিক্রিয়া দেবের গাজিয়াবাদ লোকসভা কেন্দ্র ২০২৪: ভিকে সিংকে ছেঁটে ফেললেও সহজ নয় বিজেপির পথ টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল আলিগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য

Latest IPL News

টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.