ইউরোর নিয়মানুযায়ী, ছ'টি গ্রুপের প্রথম দু'টি করে দল সরাসরি শেষ ষোলোয় পৌঁছবে। সেক্ষেত্রে ১২টি দল সরাসরি পরের পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছে। কিন্তু প্রি-কোয়ার্টার ফাইনালের জন্য দরকার মোট ১৬ টি দল। তা হলে বাকি চারটি দল কী ভাবে আসবে?
এখানেই খুব সহজ একটি অঙ্ক রয়েছে। ছ'টি গ্রুপের যে ছ'টি দল তিনে শেষ করছে। তাদের মধ্যে থেকেই সেরা চারটি দল পরের পর্বে যোগ্যতা অর্জন করেছে। এই চারটি দলকে বাছার ক্ষেত্রে পয়েন্ট, গোল পার্থক্য দেখা হয়ে থাকে।
১) গ্রুপ-'এ'তে তিন নম্বরে শেষ করেছে সুইজারল্যান্ড। তাদের পয়েন্ট ৪। গোল পার্থক্য মাইনাস ১।
২) গ্রুপ-'বি'তে তিন নম্বরে শেষ করেছে ফিনল্যান্ড। তাদের পয়েন্ট ৩। গোল পার্থক্য মাইনাস ২।
৩) গ্রুপ-'সি'তে তিন নম্বরে শেষ করেছে ইউক্রেন। তাদের পয়েন্ট ৩। গোল পার্থক্য মাইনাস ১।
৪) গ্রুপ-'এ'তে তিন নম্বরে শেষ করেছে চেক প্রজাতন্ত্র। তাদের পয়েন্ট ৪। গোল পার্থক্য ১।
৫) গ্রুপ-'এ'তে তিন নম্বরে শেষ করেছে স্লোভাকিয়া। তাদের পয়েন্ট ৩। গোল পার্থক্য মাইনাস ৫।
৬) গ্রুপ-'এ'তে তিন নম্বরে শেষ করেছে পর্তুগাল। তাদের পয়েন্ট ৪। গোল পার্থক্য ১।
এই ছ'টি দলের মধ্যে সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র এবং পর্তুগালের পয়েন্ট ৪ করে। তাই তারা পরের পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছে।
এ দিকে ফিনল্যান্ড, ইউক্রেন এবং স্লোভাকিয়ার পয়েন্ট ৩ করে। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকার কারণে পরের পর্বের জন্য যোগ্যতা অর্জন করে ইউক্রেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।