ভারতীয় সময়ে রবিবার রাতে ইংল্যান্ডের ওয়েম্বলিতে ইউরোর ফাইনাল ঘিরে টানটান উত্তেজনা তৈরি হয়েছে। এই ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ইতালি। এই ফাইনালে কে এগিয়ে, কে পিছিয়ে? পরিসংখ্যানই বা কী বলছে? এই নিয়ে নানা জল্পনা চলছে। ইংল্যান্ড বনাম ইতালি, এই পরিসংখ্যানে এগিয়ে আজুরিরা তবে ইউরোর অঙ্ক অন্য কথা বলছে।
ইতালি মোট তিন বার ইউরোর ফাইনালে উঠেছে। তার মধ্যে মাত্র একবার জিতেছে। দু'বারই হেরেছে।
ইংল্যান্ড আবার ৫৫ বছর পর কোনও টুর্নামেন্টের ফাইনালে উঠল। ১৯৬৬ সালে একবারই বিশ্বকাপ ফাইনালে উঠেছিল। সে বার তারা ওয়েস্ট জার্মানিকে হারিয়েছিল। এবার আবার ইউরোর ফাইনালে উঠেছে। ফাইনালে জয়ের ধারাটা কি ইংল্যান্ড ধরে রাখতে পারবে?
ইতালি এবং ইংল্যান্ড মোট ২৭ বার মুখোমুখি হয়েছে। আজুরিরা ১১ বার জিতেছে। আর ব্রিটিশ দল ৮ বার জিতেছে। ৮ বার ড্র হয়েছে।
শেষ পাঁচ বারের ইতালি বানম ইংল্যান্ডের পরিসংখ্যান আবার অন্য কথা বলছে। পাঁচ বারের মধ্যে তিন বারই ড্র হয়েছে। এক বার করে জিতেছে ইতালি এবং ইংল্যান্ড।
আন্তর্জাতিক টুর্নামেন্টে ইতালি মোট দশটি ফাইনালে খেলেছে। ইউরোপিয়ান দেশগুলির মধ্যে জার্মানি ছাড়া একমাত্র ইতালি দশটি ফাইনাল খেলছে। ১৯৬৬ বিশ্বকাপ ছাড়া এই নিয়ে দ্বিতীয় বার আন্তর্জাতিক কোনও টুর্নামেন্টের ফাইনালে উঠল ইংল্যান্ড। এর অর্থ এক বারই ফাইনালে উঠে তারা এক বারই জিতেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।