বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Euro Cup 2020: ইউরো জয়ের পর প্যান্ট খুলে গেল ইতালিয়ান তারকার, তাও পুরো মাঠের সামনে : ভিডিয়ো

Euro Cup 2020: ইউরো জয়ের পর প্যান্ট খুলে গেল ইতালিয়ান তারকার, তাও পুরো মাঠের সামনে : ভিডিয়ো

ইউরো হাতে সিরো ইমমোবাইল। (ছবি সৌজন্য রয়টার্স)

দেখে নিন সেই ভিডিয়ো।

সদ্য ইউরো জিতেছেন। তারপরই ইতালিয়ান তারকার সঙ্গে অস্বস্তিকর কাণ্ড ঘটে গেল। ওয়েম্বলি দর্শকদের সামনেই প্যান্ট খুলে গেল সিরো ইমমোবাইলের। কোনওক্রমে পরিস্থিতির সামাল দেন তিনি। যে ভিডিয়ো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল।

রবিবার ইউরো কাপের ফাইনালে পেনাল্টিতে গড়িয়েছিল। ইংল্যান্ডের শেষ শট বাঁচিয়ে দেন জিয়ানলুইজি দোনারুমা। তারপরই পাগলের মতো তাঁর কাছে ছুটে আসেন ইতালিয়ান খেলোয়াড়রা। আনন্দে আত্মহারা হয়ে পড়েন ইতালিয়ানরা। উচ্ছ্বাসে মেতে ওঠেন। কেউ নাচতে থাকেন, কেউ চেঁচাতে লেগে যান। তারইমধ্যে ওয়েম্বলিতে উপস্থিত ইতালিয়ান সমর্থকদের অভিবাদন জানাতে আজ্জুরিরা গোলপোস্টের পাশে স্লাইড করতে যান। তাতে ছিলেন সব ইতালিয়ান খেলোয়াড়রা। কিন্তু অস্বস্তির মুখে পড়তে হয় ইমমোবাইলকে। স্লাইড করার সময় তাঁর প্যান্ট বা ফুটবলের শর্টসও খুলে যায়। বেরিয়ে পড়ে তাঁর সাদা অন্তর্বাস। দৃশ্যতই অস্বস্তি পড়ে যান তিনি। কোনওক্রমে শর্টস পরে নেন।

সেই ভিডিয়ো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এক নেটিজেন লিখেছেন, 'কত আনন্দ!'  কেউ কেউ আবার বলেছেন, ‘ফাইনালে ভালো খেলেছে। তাই এটা ডিসকাউন্ট দেওয়াই যায়।’ রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেই ভিডিয়ো।

এমনিতে রবিবার (ইংল্যান্ডের স্থানীয় সময়) ইউরো কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ইতালি এবং ইংল্যান্ড। নির্ধারিত সময় খেলার ফল ১-১ ছিল। অতিরিক্ত ৩০ মিনিটেও ফয়সালা হয়নি। শেষপর্যন্ত পেনাল্টিতে ইউরো কাপ জিতে নেন আজ্জুরিরা। যে আজ্জুরিরা ২০১৮ সালের বিশ্বকাপে একেবারে হতাশাজনক পারফরম্যান্স করেছিলেন, তাঁরাই তিন বছরের ব্যবধানে রবার্তো মানচিনির হাত ধরে ঘুরে দাঁড়িয়েছেন। সেইসঙ্গে ২০০৬ সালের বিশ্বকাপের পর আবারও বড় ট্রফি জিতেছে ইতালি।

বন্ধ করুন