এক দিকে কিলিয়ান এমবাপের জোড়া গোল। অন্য দিকে আবার লুকাকুর হ্যাটট্রিক। দেশের জার্সিতে তারকা ফুটবলাররা যেন একে অপরকে ছাপিয়ে যাচ্ছেন। এমবাপের দুরন্ত পারফরম্যান্সের হাত ধরে বড় জয় ছিনিয়ে নিয়েছে ফ্রান্স। এ দিকে লুকাকু জয় এনে দিয়েছেন বেলজিয়ামকে।
নেদারল্যান্ডসকে হারাল ফ্রান্স
ইউরোর বাছাই পর্বের শুরুটা বেশ দাপটের সঙ্গেই করল ফ্রান্স। প্যারিসে শুক্রবার রাতে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৪-০ উড়িয়ে দিল দিদিয়ের দেশঁর টিম। জোড়া গোল করেছেন এমবাপে। ১টি করে গোল আঁতোয়া গ্রিজম্যান এবং দেওদ উপমেকানোর।
এ দিন ম্যাচ শুরুর কয়েক মিনিটের মধ্যেই ডাচদের রক্ষণকে একেবারে ছাড়খাড় করে ফেলে ফ্রান্স। খেলা শুরুর প্রথম ১০ মিনিটের আগেই ২-০ গোলে এগিয়ে যায় দেশঁর টিম। ম্যাচের মাত্র দু' মিনিটের মাথায় এমবাপের পাস ধরে গ্রিজম্যান দলকে ১-০ এগিয়ে দেন। ৬ মিনিটের ব্য়বধানে উপেমেকানো ২-০ করেন। শুরুতেই ২ গোলে পিছিয়ে পড়ে চাপে পড়ে যায় নেদারল্যান্ডস।
আরও পড়ুন: ইউনাইটেডে দ্বিতীয় ইনিংসে প্রথম থেকেই পরিস্থিতি খারাপ ছিল- অকপট রোনাল্ডো
২০ মিনিট পার হতে না হতেই ৩-০ করেন এমবাপে। ২১ মিনিটে দুরন্ত গোল করেন ২০২২ বিশ্বকাপে গোল্ডেন বুটজয়ী ফুটবলার। ফ্রান্স ৩-০ করে ফেলার পর আর লড়াইয়ে ফিরতে পারেনি নেদারল্যান্ডস। বরং তারা আরও একটি গোল হজম করে। ম্যাচের শেষের দিকে ৮৮ মিনিটে ফ্রান্সের অধিনায়ক ৪-০ করে ডাচেদের কফিনে শেষ পেরেক পোঁতেন।
আরও পড়ুন: 2026 FIFA WC হবে ৪৮ দলে, ম্যাচ বেড়ে হচ্ছে ১০৪টি, টুর্নামেন্ট চলবে ৪০ দিন ধরে
বেলজিয়ামের দুরন্ত জয়
জ্লাটান ইব্রাহিমোভিচের সুইডেনকে একাই নাস্তানাবুদ করে হারালেন বেলজিয়ামের রোমেলু লুকাকু। বেলজিয়াম তারকা এ দিন হ্যাটট্রিক করেন। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বেলজিয়াম। তবে গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৩৫ মিনিট। লুকেবাকিয়োর পাস থেকে হেড থেকে নজর কাড়া গোল করেন লুকাকু। প্রথমার্ধে ১-০ এগিয়ে দ্বিতীয়ার্ধে খেলতে নামে বেলজিয়াম। বিরতির পরেও তাদের দাপট ছিল অব্যাহত। সুইডেনকে বরং বড় বেশি ফ্যাকাসে লেগেছে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৯ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন লুকাকু। এ বারও লুকেবাকিয়োর পাস ধরেই ২-০ করেন বেলজিয়ামের তারকা ফুটবলার। তবে এ বার আর হেড নয়, ছিল বাঁ পায়ের জোরালো শট। আর সেটি প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছেন সুইডেন কিপার রবিন ওলসেন।
খেলার ৮২ মিনিটে তৃতীয় গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন লুকাকু। তবে হ্যাটট্রিকের পরেই তুলে নেওয়া হয় লুকাকুকে। বাকি সময়ে আর গোলের দেখা মেলেনি। ৩-০ সুইডেনকে হারিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।