বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Europa League: নাপোলিকে হারিয়ে পরের রাউন্ডে পৌঁছল বার্সা, ছিটকে গেল ডর্টমুন্ড

Europa League: নাপোলিকে হারিয়ে পরের রাউন্ডে পৌঁছল বার্সা, ছিটকে গেল ডর্টমুন্ড

 নাপোলির বিরুদ্ধে জর্দি আলবা। ছবি- এএফপি। (AFP)

২০০৪ সালের পর প্রথমবার ইউরোপা লিগ খেলা বার্সা প্রথম লেগে ঘরের মাঠে নাপোলির সঙ্গে ১-১ ড্র করেছিল।

২০০৪ সালের পর প্রথমবার উয়েফা ইউরোপা লিগে মাঠে নেমে নাপোলির বিরুদ্ধে রাউন্ড অফ ৩২-র প্রথম লেগে ঘরের মাঠে নাপোলির সঙ্গে ১-১ ড্র করেছিল বার্সেলোনা। তবে ফিরতি লেগে ইতালির ক্লাবকে ৪-২ গোলে হারিয়ে ফের পরবর্তী রাউন্ডে নিজেদের জায়গা পাকা করল স্প্যানিশ জায়ান্টসরা।

ম্যাচের মাত্র ১৩ মিনিটেই দুই গোলে এগিয়ে যায় কাতালান ক্লাব। বার্সার হয়ে প্রতিআক্রমণ থেকে প্রথম গোল করেন জর্দি আলবা। তার পাঁচ মিনিট পরেই বাঁক খেওয়ানো এক দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুন করেন ফ্রাঙ্কি ডি'জং। নাপোলি অধিনায়ক লরেঞ্জো ইনসিনিয়া ২৩ মিনিটে পেনাল্টি স্পট থেকে ব্যবধান অর্ধেক করলেও প্রথমার্ধের শেষ মিনিটে জেরার্ড পিকে গোল করে বার্সাকে আবার দুই গোলে এগিয়ে দেন। 

গত ম্যাচে প্রথম ফুটবলার হিসাবে ইউরোপের চার সেরা লিগে (ফরাসি লিগ, বুন্দেশলিগা, প্রিমিয়র লিগ ও লা লিগা) হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেছিলেন পিয়ের-এমরিক অবামেয়াং। ৫৯ মিনিটে গোল করে তিনি নিজের ফর্ম অব্যাহত রাখলেন। নাপোলির হয়ে পরিবর্ত হিসাবে মাঠে নামা ম্যাটেও পলিটানো ৮৭ মিনিটে একটি গোল করলেও, তা সান্ত্বনা পুরস্কার ছাড়া আর কিছুই ছিল না।  

গোল করে সতীর্থদের সঙ্গে অবামেয়াংয়ের সেলিব্রেশন। ছবি- রয়টার্স।
গোল করে সতীর্থদের সঙ্গে অবামেয়াংয়ের সেলিব্রেশন। ছবি- রয়টার্স। (REUTERS)

তবে বার্সা পারলেও, বরুসিয়া ডর্টমুন্ড পারল না। ঘরের মাঠে রেঞ্জার্সের বিরুদ্ধে বিস্ময়করভাবে ৪-২ হারার পর, মার্কো রইস, জুড বেলিংহ্যামদের জন্য কাজটা এমনিতেই বেশ কঠিন ছিল। আরলিং হালান্ডের অনুপস্থিতিতে দ্বিতীয় লেগে ২-২ ড্র করে ইউরোপা লিগ থেকেও ছিটকে গেল ডর্টমুন্ড। রেঞ্জার্সের হয়ে জেমস ট্যাভেনির পেনাল্টি স্পট থেকে ২২ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন।  

তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই বেলিংহ্যাম (৩১ মিনিট) ও ডনিয়েল মালেনের (৪২ মিনিট) গোলে ম্যাচে কামব্যাক করার কিছুটা আশা জাগে ডর্টমুন্ডের। তবে ৫৭ মিনিটে ট্যাভেনির আবারও স্কটিশ দলের হয়ে গোল করে ম্যাচে রেঞ্জার্সকে সমতায় ফেরান। ম্যাচে আর কোনো গোল হয়নি। দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল জার্মান জায়ান্টস ডর্টমুন্ড।

ম্যাচ শেষে চূড়ান্ত হতাশ ডর্টমুন্ডের ম্যাটস হামেলস। ছবি- রয়টার্স।
ম্যাচ শেষে চূড়ান্ত হতাশ ডর্টমুন্ডের ম্যাটস হামেলস। ছবি- রয়টার্স। (REUTERS)

অন্যান্য ম্যাচে, ১০ জনের সেভিয়ার বিরুদ্ধে ডিনামো জাগরেভ ১-০ জিতলেও ৩-১ টাই হারে। আরবি লাইপজিং ৩-১ (৫-৩ দুই লেগ মিলিয়ে) রিয়াল সোসিয়েদাদকে হারায়। রিয়াল বেটিস এবং রাশিয়ার জেনিট সেন্ট পিটার্সবার্গের ম্যাচ ড্র হওয়ায়, গত ম্যাচে ৩-২ জেতায় পরের রাউন্ডে কোয়ালিফাই করে রিয়াল বেটিস। লাজিওর সঙ্গে ২-২ ড্র (৩-৪ দুই লেগ মিলিয়ে) করে টাই জেতে পোর্তো। 

আটালান্টার হয়ে অলিম্পিয়াকোসরে বিরুদ্ধে জোড়া গোল করে ইউক্রেন মিডফিল্ডার রুসান ম্যালিনোভস্কি দলকে ৩-০ (১-৫ দুই লেগে) জয় এনে দেন। বর্তমান পরিস্থিতির ভিত্তিতে গোল করে তিনি ‘নো ওয়ার ইন ইউক্রেন’ লেখা তাঁর আন্ডারশার্টও প্রদর্শন করেন। আর ব্রাগার বিরুদ্ধে দুর্ধর্ষ লড়াই করেও পেনাল্টিতে ৩-২ হেরে শেরিফ টেরিসপোলের (প্রথম লেগে ২-০ জয়ী, দ্বিতীয় লেগে ০-২ হার) এক ঐতিহাসিক ইউরোপ সফর শেষ হয়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘‌তারকাটা মহিলা’‌, অগ্নিমিত্রা পালের আক্রমণের পাল্টা জবাব দিলেন দেবাংশু সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা মিলে গিয়েছে, রিপোর্ট দিয়ে আদালতে জানাল ED আর্মিতে যোগ দিতে চায় এদিকে ভুঁড়ি! খুদেকে বুদ্ধি দিয়ে সৌরভ বললেন, ‘সবার আগে…’ চায়না মোবাইলকে টেক্কা দিয়ে বিশ্বের বৃহত্তম মোবাইল অপরেটর রিলায়েন্স জিও 'বাল্য বিবাহ' করেছেন জয়িতা-পার্থিব! দিদির মঞ্চে রামপ্রসাদের বৌদি বললেন, ‘কেউ…’ রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান তাপপ্রবাহে সাধারণ কামরার যাত্রীরা এসি কোচ দখল করছেন, কড়া পদক্ষেপ করল রেল 'ভোট ফর নির্ভয়া দি', শ্রীরূপার জায়গায় এ কার নামে প্রচার BJP-র? জানালেন প্রার্থীই শাকিব-মিমির প্রেমে 'তুফান' তুলবেন চঞ্চল! কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে? কেমন কাটবে আগামিকাল? লক্ষ্মীবারে ভাগ্য প্রসন্ন হবে? জেনে নিন ২৫ এপ্রিলের রাশিফল

Latest IPL News

রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক IPL 2024- স্লো-টার্নার নয়, উঠল ৪২৩ রান, হেরে চিপকের পিচকেই দুষলেন CSK-র কোচ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.