মরশুমের শুরুটা ডামাডোলের মধ্যে দিয়ে করলেও, সম্প্রতি জাভির তত্ত্বাবধনে বার্সেলোনা তুখর ফর্মে রয়েছে। উয়েফা ইউরোপা লিগেও বার্সার ফর্ম অব্যাহত। গালাতাসারের ঘরের মাঠে, তুর্কির দলকে ২-১ ব্যবধানে হারিয়ে ইউরোপা লিগের শেষ আটে নিজেদের জায়গা পাকা করল কাতালুনিয়ার দল।
ঘরের মাঠে ক্যাম্প ন্যুতে গোলশূন্য ড্রয়ে গালাতাসারের বিরুদ্ধে আটকে গিয়েছিল বার্সা। তাই প্রতিপক্ষের মাঠেই অনেকটা কাজ করতে হত তাদের। প্রথম লেগে রক্ষণাত্মক ফুটবল খেললেও, ঘরের মাঠে কিন্তু একেবারে পুরোদমে আক্রমণ হানার মুডে ছিল তুর্কির ক্লাব। ম্যাচের প্রথম দিকে জর্দি আলবা গালাতাসারে ফরোয়ার্ড বাফাতিম্বি গোমেসের শট ব্লক করলেও, ম্যাচের ২৮ মিনিটে দলের অধিনায়ক মার্কোসের সুবাদে লিড নিয়ে নেয় গালাতাসারে।
তবে বার্সার হয়ে আবারও ত্রাতা হয়ে উঠলেন পেদ্রি। পেনাল্টি বক্সের মধ্যে তুখর বল নিয়ন্ত্রণ দেখিয়ে, কম করে তিন ডিফেন্ডার ও গোলকিপারকে কুপোকাত করে ৩৭ মিনিটে বার্সাকে ম্যাচে ফেরান পেদ্রিই। দ্বিতীয়ার্ধে তুখর ফর্মে থাকা পিয়ের-এমরিক অবামেয়াংয়ের ১০ ম্যাচে সপ্তম গোলে টাইয়ে এগিয়ে যায় বার্সা। শেষমেশ আর কোনও গোল না হওয়ায় ম্যাচ ও টাই, দুইই জেতে বার্সা। এই নিয়ে নাগাড়ে ১১ ম্যাচ অপরাজিত তারা। সপ্তাহান্তে এল ক্লাসিকোয় নামার আগে এই ফর্ম তাদের মনোবল বাড়াবে।
তবে বার্সা শেষ আটে পৌঁছলেও, ইউরোপা লিগের রেকর্ড চ্যাম্পিয়ন, আরেক স্প্যানিশ দল সেভিয়া কিন্তু পারল না। ঘরের মাঠে ১-০ জিতে টাইয়ে এগিয়ে থাকলেও, লন্ডনে ওয়েস্ট হ্যামের হয়ে টমাস সুচেক এবং আন্দ্রি ইয়ারমোলেঙ্কোর গোলে ২-০ ম্যাচ জিতে পরের রাউন্ডে গেল ওয়েস্ট হ্যামই। বাকি ম্যাচগুলোর মধ্যে উল্লেখযোগ্য ফলাফল বলতে বায়ার লেভারকুসেনকে ১-০ হারিয়ে (দুই লেগ মিলিয়ে ৪-২) পরের রাউন্ডে গেল আটালান্টা। আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিস, জার্মানির ফ্রাঙ্কফুর্টের সঙ্গে ১-১ ড্র করেও ৩-২ টাই হেরে ছিটকে গেল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।