গুডিসন পার্কে বুধবার রাতে অনুষ্ঠিত ১২০তম এবং শেষ মার্সিসাইড ডার্বি ছিল একেবারে রোমাঞ্চকর। এভারটনের অধিনায়ক জেমস টারকোভস্কি যোগ করা সময়ের অষ্টম মিনিটে দুর্দান্ত এক শটে বল জালে পাঠিয়ে লিভারপুলের বিরুদ্ধে ২-২ গোলে অবিশ্বাস্য এক সমতা নিশ্চিত করেন।
ম্যাচের প্রায় শেষ মুহূর্তে আসা এই গোল গুডিসন পার্কের বিদায় ঘণ্টার আগে এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। এই ঐতিহ্যবাহী ও আবেগময় স্টেডিয়ামটি চলতি মরশুম শেষেই ভেঙে ফেলা হবে। ম্যাচের পরে টারকোভস্কি বলেন, ‘গোল করতে পারাটা অসাধারণ একটা অনুভূতি এবং এটি ছিল এক দুর্দান্ত রাত।’ তাঁর বিরল এই গোল গুডিসন পার্কের দীর্ঘ ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।
‘গ্র্যান্ড ওল্ড লেডি’ নামে পরিচিত এই স্টেডিয়াম ১৮৯২ সাল থেকে এভারটনের ঘরের মাঠ। ক্লাবটি নতুন ৫২,৮৮৮ আসন বিশিষ্ট স্টেডিয়ামে স্থানান্তরিত হবে, যা ব্র্যামলি-মুর ডকের লিভারপুল ওয়াটারফ্রন্টে অবস্থিত।
লিভারপুলের সম্ভাব্য জয় ছিনিয়ে নিল এভারটন
টারকোভস্কির গোল লিভারপুলকে সম্ভাব্য জয় থেকে বঞ্চিত করল। জয় পেলে লিভারপুল শীর্ষস্থানে ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যেত। তবে এখন ২৪ ম্যাচ শেষে তাদের আর্সেনালের ওপর মাত্র ৭ পয়েন্টের ব্যবধান রইল। এভারটনের বেটো ১১তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন, আর গোলের পর উদযাপন করেন বাস্কেটবল তারকা লেব্রন জেমসের বিখ্যাত ‘সাইলেন্সার’ ভঙ্গিতে। তবে ১৬তম মিনিটে মহম্মদ সালাহর ডান দিকের ক্রস থেকে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার হেড করে লিভারপুলকে সমতায় ফেরান। এরপর ৭৩তম মিনিটে সালাহ তাঁর লিগের শীর্ষস্থানীয় ২২তম গোলটি করে লিভারপুলকে ২-১ গোলে এগিয়ে দেন।
আরও পড়ুন … হ্যাঁ, আমরা প্রচুর অনুশীলন করি: ৩-০ সিরিজ জিতে ইংল্যান্ডের কম প্র্যাকটিস নিয়ে গম্ভীরের খোঁচা
নাটকীয় সমাপ্তি
তারপরই এল টারকোভস্কির অবিশ্বাস্য মুহূর্ত, যা কিছুটা বিতর্কিতও ছিল। গোলটি দেওয়ার আগে দীর্ঘ সময় ধরে ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) দিয়ে অফসাইড চেক করা হয়। টারকোভস্কি বলেন, ‘আমি শুধু দেখলাম, বল বাইরে চলে যাচ্ছে। ভাবলাম, ‘শেষ মুহূর্ত, একটা চেষ্টা করে দেখি।’ বল আমার কাছে চলে এল, আর আমি জোরে শট করলাম।’ এতেই শেষ নয়, ম্যাচের শেষ বাঁশি বাজার পর আরও উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে।
আরও পড়ুন … মরশুমের প্রথম ট্রফি জিতল ইস্টবেঙ্গল? ৪০তম CFL চ্যাম্পিয়ন হতে অপেক্ষা করতে হবে?
এভারটনের মিডফিল্ডার আবদুলায়ে দৌকুরে লিভারপুলের সমর্থকদের সামনে উচ্ছ্বাস প্রকাশ করলে লিভারপুলের বদলি খেলোয়াড় কার্টিস জোনস তাকে বাধা দিতে যান। এর ফলে খেলোয়াড়, কোচ, অফিসিয়াল, নিরাপত্তাকর্মী ও এমনকি পুলিশ সদস্যদের মধ্যেও এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
পরিণতিতে দৌকুরে ও জোনস দু’জনেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড পান, আর লিভারপুলের ম্যানেজার আর্নে স্লট ও তাঁর সহকারী সিপকে হুলসহফ সরাসরি লাল কার্ড দেখেন। বলা হচ্ছে, রেফারি মাইকেল অলিভারের সঙ্গে হাত মেলানোর সময় অতিরিক্ত আক্রমণাত্মক ভঙ্গি দেখানোর কারণেই স্লট লাল কার্ড পেয়েছেন।

গুডিসন পার্ককে বিদায়
গুডিসন পার্কে বিদায়ী ম্যাচ উপলক্ষে এভারটনের সমর্থকরা এক অবিশ্বাস্য পরিবেশ তৈরি করেন। ম্যাচ শুরুর আগে পুরো স্টেডিয়ামের চারপাশে নীল ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং এভারটন দলকে স্বাগত জানাতে সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। এভারটন ম্যানেজার ডেভিড ময়েস বলেন, ‘পুরো রাতজুড়ে স্টেডিয়াম উত্তপ্ত ছিল, আবেগে ভরপুর। এটি সত্যিই অবিশ্বাস্য এক পরিবেশ ছিল।’
আরও পড়ুন … বিরাট কোহলি নাকি অন্য কেউ? IPL 2025-এ RCB-র অধিনায়ক হবেন কে? সামনে এল বড় আপডেট
লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ম্যাচ-পরবর্তী বিশৃঙ্খলা নিয়ে নিজের মতামত দিতে গিয়ে স্বীকার করেছেন যে এটি ছিল ‘চরম উত্তেজনাপূর্ণ’ একটি ম্য়াচ। ফন ডাইক বলেন, ‘আমি মনে করি, আবদুলায়ে দৌকুরে আমাদের সমর্থকদের উসকে দিতে চেয়েছিলেন। কার্টিস জোনস সেটা ঠিক মনে করেননি, আর তারপর কী হয়, সেটা আমরা সকলেই জানি।’ আর্নে স্লটের ম্যাচ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও, প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী লাল কার্ড দেখার পর তিনি ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকার দিতে পারেননি।
এক ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি
পরিসংখ্যান অনুযায়ী, ১৮৯৪ সালে প্রথমবার গুডিসন পার্কে মুখোমুখি হয়েছিল এই দুই দল এবং ১২০টি ম্যাচে সমান ৪১ বার করে জয় পেয়েছে এভারটন ও লিভারপুল। এটি ছিল পুনর্নির্ধারিত লিগ ম্যাচ, কারণ পূর্বনির্ধারিত তারিখ ৭ ডিসেম্বর ঝোড়ো আবহাওয়ার কারণে এই ম্য়াচটি স্থগিত করা হয়েছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।