বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Real Madrid beats Barcelona: ভালভার্দের আগুনে পুড়ে ছাই বার্সেলোনা, এল ক্লাসিকোয় জিতে লা লিগার শীর্ষে মাদ্রিদ

Real Madrid beats Barcelona: ভালভার্দের আগুনে পুড়ে ছাই বার্সেলোনা, এল ক্লাসিকোয় জিতে লা লিগার শীর্ষে মাদ্রিদ

বার্সেলোনার খেলোয়াড়দের রবিবার ‘ক্লাস’ নিলেন ভালভার্দে। (ছবি সৌজন্যে এপি)

Real Madrid beats Barcelona: বার্সেলোনার খেলোয়াড়দের রবিবার ‘ক্লাস’ নিলেন রিয়াল মাদ্রিদের ভালভার্দে। একটি গোল করেন। পেনাল্টি পাওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।

আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি ছেড়ে যাওয়ার পর থেকেই একেবারেই সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনা। চলতি মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই কার্যত বিদায়ের মুখে বার্সেলোনা। এমন আবহেই ঘরোয়া লিগ লা লিগায় মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদের। ফুটবল বিশ্বের অন্যতম রোমাঞ্চকর ডার্বি' এল ক্লাসিকোয় বার্সেলোনার বিরুদ্ধে সহজ জয় তুলে নিল ভালো ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ। রবিবাসরীয় ম্যাচের স্কোরলাইন রিয়ালের পক্ষে ৩-১। 

মরশুমের প্রথম 'এল ক্লাসিকোয়' এই মরশুমে বার্সেলোনা গুরুত্বপূর্ণ তিন ফুটবলারকে পায়নি। রোনাল্ডো আরাউজো, হেক্টর বেলেরিন এবং অ্যান্দ্রেয়াস ক্রিশ্চেনসেন এদিনের ম্যাচে খেলতে পারেননি। অপরদিকে বার্সেলোনার রবার্ট লেওয়ানডস্কি এবং রাপিনোহার কাছে এটাই ছিল প্রথম 'এল ক্লাসিকো'। ফলে তাদের কাছেও ছিল এটা নিজেদের স্কিলকে তুলে ধরার ম্যাচ। বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনাতে আসার পরে অবশ্য তার পুরনো ফর্মের ধারেকাছে ও নেই লেওয়ানডস্কি। রিয়ালের কাছে এই ম্যাচ ছিল অবশ্য প্রতিশোধের ম্যাচ । কারণ মার্চ মাসে শেষ এল ক্লাসিকোয় হারতে হয়েছিল ৪-০ গোলে। সেই ম্যাচের মধুর প্রতিশোধ এই ম্যাচে নিয়ে নিল রিয়াল মাদ্রিদ।

এদিন প্রথমার্ধের ১২ মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ দল। টনি ক্রুসের নেওয়া শট সেভ করে দেন বার্সা গোলরক্ষক টের স্টেগান। তবে সেই বল প্রতিহত হয়ে এসে পড়ে ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জেমার পায়ে। তিনি গোল করতে ভুল করেননি। ৩৫ মিনিটে রকেট শটে ব্যবধান বাড়িয়ে দ্বিগুণ করেন ভালভার্দে। হোমেইনির পাস ধরে গোল করেন ভালভার্দে। তাঁর দুরন্ত শট রোখা সম্ভব হয়নি টের স্টেগানের পক্ষে। বিরতিতে যাওয়ার সময় স্কোর ছিল রিয়ালের পক্ষে ২-০। 

ম্যাচের ৮৩ মিনিটে একটি গোল শোধ করতে সমর্থ হয় বার্সেলোনা। আনসু ফাতির ক্রস থেকে গোল করে ব্যবধান কমান ফেরান টোরেস। ফেরান টোরেসের গোলের পর ম্যাচে নতুন করে উত্তেজনার সঞ্চার হয়। রিয়াল ডিফেন্সের উপর চাপ বাড়ায় বার্সা। যদিও শেষ ১৫ মিনিট ছাড়া গোটা ম্যাচে বার্সার উপর ছড়ি ঘোরায় মাদ্রিদ। 

ম্যাচের বার্সার যখন সেরা সময় চলছিল, তখন চিরাচরিত রিয়ালের দেখা পাওয়া যায়। ৯০ মিনিটে বার্সেলোনার আক্রমণ সামলে কাউন্টার অ্যাটাকে যায় রিয়াল। দ্রুতগতিতে একাই উঠে আসেন ভালভার্দে। পাস বাড়ান রদ্রিগোকে। তাকে বাজেভাবে ফাউল করে বসেন এরিক গার্সিয়া। রেফারি প্রথমে পেনাল্টি না দিলেও ভিএআরের সাহায্য নিয়ে পরবর্তীতে পেনাল্টি দেন রিয়ালকে। সেই পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি রদ্রিগো। তাঁর শক্তিশালী শট আটকাতে ব্যর্থ হন টের স্টেগান। এই ম্যাচ জয়ের ফলে ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে চলে গেল রিয়াল মাদ্রিদ। আর ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল বার্সেলোনা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

চলবে কর্মবিরতি! রাত দেড়টায় ঘোষণা জুনিয়র ডাক্তারদের, ফের মমতার সঙ্গে বৈঠক চান মুখ্যমন্ত্রী আগে ঠিক কাজটা করলে আমার কোল খালি হত না, কেঁদে ফেললেন নির্যাতিতার মা চুক্তি লাগু নিয়ে দিল্লিতে মিটিং, যোগ দেবে তিপ্রা মোথা, দিন ঠিক হল সুনীতার স্বামী মাইকেল হিন্দু ধর্মে বিশ্বাসী! কেমন ছিল দুজনের প্রেমের গল্প ‘অকারণ ফুটেজ খেতে ভালোবাসেন..’, সুজয় প্রসাদকে পালটা জবাব দেবাংশুর ‘বিরোধীরা আমায় অপমান করেন কিন্তু…’ ক্ষমতার ১০০ দিনের কথা মনে করালেন মোদী ‘যেখানে খেলাবে,সেখানেই প্রমাণ করব’! সিরিজ শুরুর আগে অধিনায়ককে ভরসা দিলেন মেহেদি… ১,০০০ টাকা না দিলে টয়লেট করা যাবে না! বেঙ্গালুরু মলের 'VIP' টয়লেট পলিসি ‘ওঁর স্ত্রী সন্তানসম্ভবা,মায়ের ক্যান্সার..’, কলতানের মুক্তির দাবিতে সরব পারোমিতা ‘ঘৃণায় ভরপুর! ভারতকে অপমান করছে,’ নাম না করে ফের রাহুলকে একহাত নিলেন মোদী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.