দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার ব্রুনো ফার্নান্ডেজ। অন্যদিকে চার গোলের পিছনে নিজের অবদান রাখলেন ফ্রান্সের তারকা ফুটবলার পল পোগবা। তাদের নৈপূণ্যে লিডস ইউনাইটেডকে উড়িয়ে নতুন মরশুমে দুরন্ত শুরু করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে ৫-১ গোলে জয় পেল ম্যান ইউ। এদিনের ম্যাচের গোলতাদা হলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাসন গ্রিনউড, ব্রুনো ফার্নান্ডেজ এবং ফ্রেড। লিডসের হয়ে এ দিন একমাত্র গোলটি করেন ডিফেন্ডার লুক আইলিং।
এ দিনের জয়ের ফলে এই নিয়ে রেকর্ড ১৯ বার জয় দিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। দ্বিতীয় সর্বোচ্চ ১৮টি জয় পেয়েছিল চেলসি। এ দিন ম্যাচের প্রথমার্ধে কিছুটা লড়াই করেছিল লিডস। তবে প্রথমার্ধে ফার্নান্ডেজের গোলে এগিয়ে গিয়েছিল ম্যাঞ্চেস্টার। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফিরেছিল লিডস। কিন্তু এরপর প্রতিপক্ষের আক্রমণের সামনে আর দাঁড়াতে পারেনি মার্সেলো বিয়েলসার ছেলেরা। ৩০তম মিনিটে পোগবা-ফার্নান্ডেজের দারুণ বোঝাপড়ায় এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার। মাঝমাঠ থেকে উঁচু করে বল বাড়ান পোগবা। ডান পা দিয়ে তা নিয়ন্ত্রণে নিয়ে বাম পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফের্নান্দেস। দ্বিতীয়ার্ধে ২০ মিনিটের মধ্যে দর্শকরা পাঁচটা গোল দেখলেন।
৪৮তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের উঁচু শটে লিডসকে সমতায় ফেরান আইলিং। চার মিনিটের মধ্যেই ফের এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার। ম্যচের ৫২ মিনিটে মাঠের কোণ থেকে বাঁ পায়ের শটে আবার এগিয়ে যায় ম্যান ইউ। এ বার গোল করেন গ্রিনউড। দুই মিনিটের মাথায় বক্সের ডান প্রান্ত থেকে বা পাঁয়ের শটে ব্যবধান ৩-১ করে দেন ব্রুনো ফার্নান্ডেজ। এই দুটি গোলের পিছনে অ্যাসিস্ট করেছিলেন পোগবা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অষ্টম ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে এক ম্যাচে তিনটি অ্যাসিস্ট করলেন পল পোগবা। ম্যাচের ৬০তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ফার্নান্ডেজ। এবার ডি-বক্সের বাম প্রান্তে ভিক্তর লিনদেলোভের থ্রু বল পেয়ে ডান পায়ের শটে গোলটি করেন ২৬ বছর বয়সী এই পর্তুগিজ মিডফিল্ডার। পোগবার চতুর্থ অ্যাসিস্ট ৬৮তম মিনিটে। এবার ফরাসি মিডফিল্ডারের কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে ব্যবধান ৫-১ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।