কাতার বিশ্বকাপে একদিকে যেমন অঘটনের পর অঘটন ঘটে চলেছে। তেমনই আবার নানা শুরু আগেই থেকেই আছড়ে পড়ছে একের পর এক বিতর্ক। এ বার সমস্যা পড়ল সার্বিয়া। ব্রাজিলের ম্যাচ চলাকালীন তারা নাকি ড্রেসিংরুমে কসোভোর জাতীয় পতাকা টাঙিয়ে বিদ্বেষমূলক বার্তা দিয়েছে। এমনই অভিযোগ উঠেছে সার্বিয়ার বিরুদ্ধে।
আরও পড়ুন: বেলজিয়ামকে হারিয়ে অঘটনের বিশ্বকাপে ইতিহাস মরোক্কোর
এই ঘটনাতে নড়চড়ে বসেছে ফিফা। কারণ তাদের ফিফাকে পদক্ষেপ করার আবেদন জানিয়েছে কসোভো। এই নিয়ে তদন্তও শুরু করেছে ফিফা। কসোভোর সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হজরুল্লা সেকু সেই ছবি সমাজমাধ্যমে প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, সার্বিয়ার সাজঘরে কসোভোর পতাকা টাঙানো রয়েছে। তাতে লেখা, ‘আমরা আত্মসমর্পণ করব না।’
আরও পড়ুন: হেরে নিজেদের লড়াই কঠিন করল জাপান, জার্মানির সুবিধে করল কোস্টারিকা
এই ছবি প্রকাশ্যে এনে সেকু লিখেছেন, ‘সার্বিয়ার সাজঘরে কসোভোর প্রতি বিদ্বেষ ও উস্কানিমূলক বার্তা দেওয়া হয়েছে। তারা ফিফা বিশ্বকাপকে ব্যবহার করে এই কাজ করেছে। এটা লজ্জাজনক। আমরা আশা করছি ফিফা কড়া পদক্ষেপ করবে। কারণ, কসোভো ফুটবল ফেডারেশন ফিফা ও উয়েফার সদস্য।’
এই ঘটনাকে হাল্কা ভাবে নিচ্ছে না ফিফাও। তারা জানিয়েছে, ‘ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি এই ঘটনার তদন্ত করছে। ফিফার ৪ নম্বর ধারা অনুযায়ী কোনও অপরাধ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিশ্বকাপ আনন্দ ও সাম্যের বার্তা দেয়। সেখানে এই ধরনের বিদ্বেষের কোনও জায়গা নেই।’
আসলে ২০০৮ সালে সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতা পেয়েছে কসোভো। ২০১৬ সালে ফিফা ও উয়েফার সদস্যও হয়েছে তারা। কিন্তু এর পরেও দুই দেশের মধ্যে অশান্তি কমেনি। তার ছবি দেখা গেল বিশ্বকাপেও। তবে বিশ্বকাপের মঞ্চে এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দিতে রাজি নয় ফিফা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।