বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > পেলের কফিনের সঙ্গে ছবি তুলে সমালোচনার সম্মুখীন ফিফা প্রেসিডেন্ট

পেলের কফিনের সঙ্গে ছবি তুলে সমালোচনার সম্মুখীন ফিফা প্রেসিডেন্ট

পেলের কফিনের সঙ্গে ছবি তুলে সমালোচনার সম্মুখীন ফিফা প্রেসিডেন্ট

পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর শবদেহ ২৪ ঘণ্টার জন্য ভিলা বেলমিরোতে রাখা হয়েছিল। গোটা বিশ্ব থেকে কোটি কোটি ভক্ত এসেছিলেন পেলেকে শেষবার দেখতে। কফিনের ভেতরে পেলের মরদেহের মুখ অনাবৃত রাখা হয়েছিল। তাঁর সমর্থকদের সুবিধার জন্য এটা করা হয়েছিল।

শুভব্রত মুখার্জি: বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি ফুটবলার ব্রাজিলিয়ান পেলে। একমাত্র ফুটবলার যার তিনটি বিশ্বকাপ জয়ের নজির রয়েছে। সেই তিনি ৮২ বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সম্প্রতি। ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের শেষকৃত্যে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। যার জেরে প্রবলভাবে নিন্দিত হচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এমন এক কান্ড ঘটিয়েছেন তিনি যা দেখে তাজ্জব হয়ে গেছে গোটা ফুটবল বিশ্ব। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বজুড়ে প্রবল সমালোচনা আর নিন্দার সম্মুখীন হয়েছেন!

আরও পড়ুন… Qatar WC শেষ হওয়ার আগেই ৩২টি ক্লাব নিয়ে বিশ্বকাপের কথা ঘোষণা ফিফা প্রেসিডেন্টের

কিংবদন্তি পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর কফিন নিয়ে আসা হয়েছিল স্যান্টোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে। সেখানেই পেলের খোলা কফিনের সঙ্গে সেল্ফি তুলেছেন ফিফা সভাপতি ইনফান্তিনো! যে ঘটনায় অনেকেই হতবাক। আর যার জেরেই প্রবল সমালোচনার মুখে পড়েছেন তিনি। উল্লেখ্য দীর্ঘদিন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে পেলেকে। ২০২২ সালের ২৯ ডিসেম্বর শেষ হয় সেই লড়াই। মৃত্যুর আগে তাঁর প্রকাশ করা শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর শবদেহ তাঁর প্রিয় সান্তোসে না হয়।

আরও পড়ুন… Umran Malik Fastest Ball: ১৫৫ কিমি প্রতি ঘণ্টায় বল করে শানাকাকে ফেরালেন উমরান

পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর শবদেহ ২৪ ঘণ্টার জন্য ভিলা বেলমিরোতে রাখা হয়েছিল। গোটা বিশ্ব থেকে কোটি কোটি ভক্ত এসেছিলেন পেলেকে শেষবার দেখতে। কফিনের ভেতরে পেলের মরদেহের মুখ অনাবৃত রাখা হয়েছিল। তাঁর সমর্থকদের সুবিধার জন্য এটা করা হয়েছিল।

সেখানেই ফিফা সভাপতি ইনফান্তিনো হঠাৎ করেই নিজের মোবাইল ফোনে পেলের কফিনের সঙ্গে সেলফি নেন! ফিফা সভাপতির এই অবিবেচকের মতন কান্ড ধরা পড়ে যায় উপস্থিত সাংবাদিকদের ক্যামেরায়। পরবর্তী সময়ে তিনি পেলের স্ত্রী মার্সিয়া ও ছেলে এদিনিওকে সমবেদনা জানান। ইনফান্তিনোর সেই সেল্ফি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পরেই তাঁকে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন