কাতার বিশ্বকাপে খারাপ আচরণের জন্য সাসপেন্ড হতে হল উরুগুয়ের চার ফুটবলারকে। উরুগুয়ের ফের্নান্দো মুসলেরা এবং জােসে মারিয়া গিমেনেজের উপর চার ম্যাচের জন্য নিষেধাজ্ঞা জারি করল ফিফা। অন্যদিকে দিয়েগো গডিন এবং এডিনসন কাভানিকে একটি করে ম্যাচের জন্য বরখাস্ত করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ শেষ হলেও তাঁর রেশ এখনও থেকে গিয়েছে। উরুগুয়ের ফুটবলারদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা। ঘানার বিরুদ্ধে ম্যাচে রেফারির সঙ্গে অভদ্র আচরণ করেন চার ফুটবলবার। আর তার জেরেই শাস্তির মুখে পড়তে হল তাদের। ঘটনার সূত্রপাত উরুগুয়ে বনাম ঘানার ম্যাচের সময়। জার্মান রেফারি ড্যানিয়েল সিবার্ট পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠেই অসন্তোষ প্রকাশ করতে থাকেন উরুগুয়ের ফুটবলাররা। সেই ম্যাচ উরুগুয়ে ২-০ তে হারে। ম্যাচের শেষে উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ বলেন, ‘ফিফা উরুগুয়ের বিরুদ্ধে।’
কিছুদিন আগে বিজ্ঞপ্তি জারি করে ফিফা জানায়, ঘটনার তদন্ত করা হবে। সেই তদন্ত শেষ করে ফিফা উরুগুয়ের চার ফুটবলারকে সাসপেনশন নোটিশ ধরাল। ২০,০০০ সুইস ফ্রাঙ্ক জরিমানা দিতে হবে। ওই ম্যাচে উরুগুয়ে ফুটবলারদের পাশাপাশি সমর্থকরাও খারাপ আচরণ করে স্টেডিয়ামে ভিতরেই। তার জন্য উরুগুয়ে ফুটবল সংস্থাকেও জরিমানা করা হয়েছে। উরুগুয়েকে ফুটবল সংস্থাকে ৫০ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা ভরতে হবে ফিফার তহবিলে।
অন্যদিকে বিশ্বকাপ জয়ী দল আর্জেন্তিনার বিরুদ্ধেও তদন্ত চালাচ্ছে ফিফা। বিশ্বকাপ জয়ের আনন্দে বেলাগাম হয়ে ওঠেন আর্জেন্তিনার ফুটবলাররা। ড্রেসিংরুমে মাত্রা ছাড়া উদযাপন করেন তারা। সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার নিষেধাজ্ঞা থাকলেও তা অনেকে ভঙ্গ করেন। এছাড়াও মার্টিনেজের অশ্লীল অঙ্গ ভঙ্গি বেকায়াদায় পড়তে হয়েছে আর্জেন্তিনাকে। তিনিও যে শাস্তির মুখে পড়বেন তারও ইঙ্গিত পাওয়া গিয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।