বড় শাস্তির মুখে পড়ল আর্জেন্তাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। খারাপ আচরণের কারণে তাঁকে ২ ম্যাচের জন্য নির্বাসিত করল ফিফা। এর ফলে ১০ অক্টোবর ভেনিজুয়েলা এবং ১৫ অক্টোবর বলিভিয়ার বিরুদ্ধে ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে খেলতে পারবেন না এমি। এমিলিয়ানো মার্টিনেজ ২০২২ সালের বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনা দলের সদস্য ছিলেন। দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে নিশ্চিত গোল আটকে দিয়ে জয়ের নায়ক হয়েছিলেন এমি। ২০২২ কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসও জিতেছিলেন তিনি।
মূলত দুটি ঘটনার জন্য এমি মার্টিনেজকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। প্রথম ঘটনাটি ঘটে ৫ সেপ্টেম্বর। চিলির বিরুদ্ধে ম্যাচ ছিল আর্জেন্তিনার। অভিযোগ, কোপা আমেরিকার একটি প্রতিকৃতি নিয়ে অশালীন ভঙ্গিমায় ম্যাচ জয়ের সেলিব্রেশনে লিপ্ত হন এমি। অবশ্য এমন অভিযোগ নতুন কিছু নয়। ২০২২ ফিফা বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ের পরও তাঁকে এমন ভঙ্গিমায় সেলিব্রেশন করতে দেখা যায়।
দ্বিতীয় ঘনাটি ঘটে ১০ সেপ্টেম্বর। সেদিন কলম্বিয়ার বিরুদ্ধে ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ ছিল আর্জেন্তিনার। ম্যাচে ২-০ ব্যবধানে পরাজিত হয় মেসিবিহীন আর্জেন্তিনা। অভিযোগ, ম্যাচ হেরে মেজাজ হারিয়ে এক ক্যামেরাম্যানকে সপাটে চড় বসিয়ে দেন মার্টিনেজ। ঘটনার পর নেটদুনিয়ায় ভাইরাল হয় সেই ভিডিয়ো। কলম্বিয়ার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন ঘটনাটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে। তারা ফিফার কাছে অনুরোধ জানায় এমির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।
ঘটনা প্রসঙ্গে ক্যামেরাম্যান জ্যাকসন বলেন, ‘যখন আর্জেন্তাইন গোলরক্ষক প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে করমর্দন করছিলেন তখন আমি ক্যামেরাটি তাঁর দিকে করে রেখেছিলাম। তখন তিনি আমাকে চড় মেরেছে। আমার রাগ হয়েছিল, খুব রাগ হচ্ছিল। আমি আমার কাজ করছিলাম, ঠিক তিনি যেমন তাঁর কাজ করছিলেন’। যদিও এবিষয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন এমিলিয়ানো মার্টিনেজ। কিন্তু তাঁর যুক্তি গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে দেয় ফিফার শৃঙ্খলা রক্ষা কমিটি এবং একই সঙ্গে তাঁকে ২ ম্যাচের জন্য নির্বাসিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত, বর্তমানে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ চলছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। আর্জেন্তিনা লাতিন আমেরিকার দেশগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে এখানে। বর্তমানে তারা ৮টি ম্যাচ খেলে ৬টিতে জয় পেয়েছে এবং ২টিতে পরাজিত হয়েছে। তবে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষেই রয়েছে আর্জেন্তিনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।