আরও একবার পাকিস্তান ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করল ফিফা। ফুটবল সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে অনির্দিষ্টকালের জন্য পাকিস্তানের ফুটবল সংস্থাকে নির্বাসনেক সিদ্ধান্ত নেওয়া হল। যতদিন না ফিফার সমস্ত সুপারিশ মেনে নেওয়া হবে পাক ফুটবলের সংবিধানে, ততদিন তাঁদের নির্বাসিত থাকতে হবে।
আরও পড়ুন-ফর্ম্যাট বদলের সঙ্গে সঙ্গেই ফর্মে ফিরবেন রোহিত-বিরাট! আশায় প্রাক্তন ব্যাটিং কোচ
পাকিস্তান ফুটবল ফেডারেশনকে ফিফা আগেই জানিয়েছিল তাঁদের সংবিধানে এক সুপারিশ গ্রহণ করতে হবে, তা হল স্বচ্ছ এবং স্বাধীন নির্বাচন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ফিফার সেই সুপারিশ গ্রহণ করতে পারেনি পাক ফুটবল, তারপরই তাঁদের নির্বাসনের সিদ্ধান্ত নেওয়া হল। ফিফার তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পিএফএফের সম্মেলনে যদি ফিফা এং এএফসির সুপারিশ মেনে নেওয়া হয়, তাহলে নির্বাসন তুলে নেওয়া হবে ’।
আরও পড়ুন-‘ব্যালন ডি অরের কোনও বিশ্বাসযোগ্যতা নেই! আমিই সবথেকে…’ মেসিকে খোঁচা রোনাল্ডোর?
ফিফা এবং এএফসির পক্ষ থেকে পাক ফুটবল ফেডারেশনকে তাঁদের বর্তমান সংবিধানে কিছু পরিবর্তন আনার জন্য সুপারিশ করা হয়েছিল, যাতে স্বচ্ছ নির্বাচন সম্ভব হয়। যদিও পাক ফুটবলের কর্তারা সেই সুপারিশকে মান্যতা দেয়নি। এই প্রথম নয়, এর আগেও ২০২১ সালের এপ্রিল মাসে পাক ফুটবলকে নির্বাসিত হতে হয়েছিল তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে। এরপর ২০২২ সালের জুন মাসে সেই নির্বাসন ওঠে নতুন কমিটি আর্থিক দিকগুলোর দায়িত্ব নেওয়ায়।
আরও পড়ুন-‘আজকে আমরা রেফারি কিনতে পারিনি’, বাগান সচিবের খোঁচা লালহলুদকে! ISLর সূচিতেও অখুশি
সাম্প্রতিক সময় একাধিক বারই ফিফার তরফে পাক সংবিধানে কিছু সংস্কারের জন্য আবেদন করা হয়েছে, যাতে সংস্থায় স্বাধীন এবং স্বচ্ছ নির্বাচন সম্ভব হয়। যদিও তাঁরা সেই সুপারিশ না মানায় পাকিস্তানের কোনও ফুটবল দলই আর আন্তর্জাতিক ক্ষেত্রে অংশ নিতে পারবে না, যতদিন না সমস্যা মিটছে অর্থাৎ নির্বাসন উঠছে।
পাক ফুটবল ফেডারেশনের নরমালাইজেশন কমিটির চেয়ারম্যান হারুন মালিক দাবি করেন, ফিফার দেওয়ার নির্ধারিত সময়ের মধ্যে পাক ফেডারেশন সব সুপারিশ মেনে নিতে না পারায় তাঁদের নির্বাসিত হতে হবে। এর ফলে আর্থিক দিক থেকেও ফিফার থেকে কোনও সহায়তাই আর পাবে না পাক ফেডারেশন, সেকথাও জানান তিনি। কারণ ফেডারেশনের নতুন কর্তারা এখনও ফিফার ডাকে সাড়া দেয়নি। অলিম্পিক্স কোয়ালিফায়ারে পাক দল ভালো পারফরমেন্স করায় ফুটবলারদের প্রশংসা করেছে সেদেশের ফুটবল সংস্থার কর্তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।