বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA World Cup 2022: মারাদোনা, রোনাল্ডোর নজির স্পর্শ করে চোখ-ধাঁধানো গোল মেসির- মিস করে গেলে দেখে নিন

FIFA World Cup 2022: মারাদোনা, রোনাল্ডোর নজির স্পর্শ করে চোখ-ধাঁধানো গোল মেসির- মিস করে গেলে দেখে নিন

মারাদোনা, রোলান্ডোকে ছুঁলেন মেসি।

বিশ্বকাপে ৮টি গোল রয়েছে মারাদোনার। রোনাল্ডোরও গোল সংখ্যা ৮। মেক্সিকোর বিরুদ্ধে গোল করে মেসিও বিশ্বকাপে ৮ গোলের মালিক হলেন। তবে এই তিন জনের মধ্যে কম ম্যাচ খেলে ৮টি গোল করেছেন রোনাল্ডো।

ডু ওর ডাই ম্যাচ ছিল মেক্সিকোর বিরুদ্ধে। আর সেই ম্যাচে একেবারে স্টার মার্কস পেয়ে পাস করে গেলেন লিওনেল মেসি এবং তাঁর টিম আর্জেন্তিনাও। মেসিসুলভ চোখ-ধাঁধানো গোল। সেই সঙ্গে অধিনায়ক হিসেবে দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। পাশাপাশি কাতার বিশ্বকাপে নকআউটের দৌড়ে আর্জেন্তিনাকে প্রবল ভাবে ভাসিয়ে রাখলেন মেসির পায়ের জাদু।

মেক্সিকোর বিরুদ্ধে ৬৪ মিনিটে গোলার মতো চোখ-ধাঁধানো শট। মেসির সেই গোলের সঙ্গেই বদলে যায় ম্যাচের রং। যে মেক্সিকো তার আগে পর্যন্ত চাপে রেখেছিল আর্জেন্তিনাকে, তারাই যেন খেই হারিয়ে ফেলে। সেই সুযোগেই এনজো ফার্নান্ডেজের অনবদ্য গোল। মেক্সিকোকে ২-০ হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল আর্জেন্তিনা। এই নিয়ে এ বারের বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোল করলেন মেসি। সেই সঙ্গে তিনি ছুঁয়ে ফেললেন দিয়েগো মারাদোনা ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।

বিশ্বকাপে ৮টি গোল রয়েছে মারাদোনার। রোনাল্ডোরও গোল সংখ্যা ৮। মেক্সিকোর বিরুদ্ধে গোল করে মেসিও বিশ্বকাপে ৮ গোলের মালিক হলেন। তবে এই তিন জনের মধ্যে কম ম্যাচ খেলে ৮টি গোল করেছেন রোনাল্ডো। বিশ্বকাপে ১৮টি ম্যাচ খেলেছেন তিনি। অন্য দিকে মেসি এবং মারাদোনা দু’জনেই বিশ্বকাপে ২১টি ম্যাচ খেলে ৮টি গোল করেছেন। রোনাল্ডো এবং মেসির সামনে এখন মারাদোনাকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

আরও পড়ুন: জোড়া গোল এমবাপের, ডেনমার্ককে ২-১ হারিয়ে নকআউটে ফ্রান্স

শনিবার মেক্সিকোর বিরুদ্ধে মেসি যে গোলটি করেছেন, সেটি কোনও ভাবে মিস করে গিয়েছেন। বা আরও একবার দেখতে চাইছেন। তা হলে দেখে নিতেই পারেন।

এ দিন মেক্সিকোর বিরুদ্ধে নামার আগে লিওনেল মেসিদের চাপটা ছিল অনেক বেশি। সৌদি আরবের কাছে হারের পর মেক্সিকোর বিরুদ্ধে জয় ছাড়া টিকে থাকার কোনও রাস্তা ছিল না মেসিদের। কারণ সি গ্রুপের ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে সৌদি আরব হেরে যাওয়ায়, মেসিদের চাপটা দ্বিগুণ বেড়ে গিয়েছিল। তবে সেই চাপ সামলে দুরন্ত ছন্দে প্রত্যাবর্তন করে মেসির আর্জেন্তিনা।

মেক্সিকোকে ২-০ হারিয়ে তিন পয়েন্ট সংগ্রহ করে অক্সিজেন পেল আর্জেন্তিনা। গ্রুপ ‘সি’-তে তারা পয়েন্ট টেবলের দুইয়ে উঠে এল। তবে মেসিদের পরের রাউন্ড এখনও নিশ্চিত নয়। পরের ম্যাচে পোল্যান্ডকে হারাতেই হবে আর্জেন্তিনাকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন? IPL 2025-এ কি MI-এর নেতৃত্ব সামলাবেন সূর্যকুমার যাদব? কী ইঙ্গিত দিলেন ‘স্কাই’? ডাক্তারদের আমরণ অনশন, মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনকে কটাক্ষ করে সুদীপ্তা লিখলেন…!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.