বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA WC 2022: দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নেইমার খেলবেন- জানিয়ে দিলেন ব্রাজিল কোচ

FIFA WC 2022: দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নেইমার খেলবেন- জানিয়ে দিলেন ব্রাজিল কোচ

নেইমার।

ফিটনেস সমস্যায় জেরবার ব্রাজিল। নেইমার ছাড়াও সার্বিয়ার বিপক্ষে দানিলোও গোড়ালিতে চোট পেয়েছিলেন এবং অ্যালেক্স সান্দ্রো আবার সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে নিতম্বের চোট পান। শনিবার ক্যামেরুনের বিপক্ষে হাঁটুতে চোট পাওয়া অ্যালেক্স টেলস এবং ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন।

অনুশীলনে নেমে আগেই স্বস্তি দিয়েছিলেন। এ বার ব্রাজিল কোচ তিতে বলে দিয়েছেন, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে পাওয়া যাবে নেইমারকে। ৬ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে নামছে সেলেকাওরা। সেই ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। স্বাভাবিক ভাবেই স্বস্তি ফিরেছে ব্রাজিল সমর্থকদের।

কাতার বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচেই সার্বিয়ার বিরুদ্ধে গোড়ালিতে চোট পেয়ে বিশ্বকাপের প্রাথমিক পর্বের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে যান নেইমার। কিন্তু নক আউট পর্বের আগে তিনি অনুশীলনে নেমে ইতিবাচক খবর দেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নেইমারের হাসিমুখের ছবি। চোট সারিয়ে বল নিয়ে অনুশীলন শুরু করেছেন ব্রাজিলের তারকা। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দিয়ে লিখেছেন, ‘আমি ভালো আছি। আমি জানতাম, এখন আমার ভালো লাগবে।’

আরও পড়ুন: আমরাই পরের রাউন্ডে যাব- ডাচ কোচকে বাড়তি সমীহ করলেও, আত্মবিশ্বাসী মেসিদের কোচ

সংবাদ সম্মেলনে তিতে আবার বলেছেন, ‘নেইমার যদি অনুশীলনে ভালো ছন্দে থাকে, তা হলে ও খেলবে।’ নেইমার তাঁর ডান পায়ে অনেক সমস্যায় ভুগছেন এবং চার বছর আগে মেটাটারসাল ফ্র্যাকচারের জন্য অস্ত্রোপচারও করা হয়েছিল।

থিয়াগো সিলভাকে সংবাদিক সম্মেলনের সময় জিজ্ঞাসা করা হয়েছিল যে, নেইমার খেলবেন কিনা! এবং তিতে মাইক্রোফোন ধরে ‘হ্যাঁ’ বলে দেওয়ার পরে, প্রি-কোয়ার্টারে তাঁর দলে ফেরা নিয়ে জল্পনা তীব্র আকার নেয়।

আরও পড়ুন: স্বপ্নের ফেরিওয়ালা মেসি- অজিদের হারিয়ে কোয়ার্টারে আর্জেন্তিনা

ফিটনেস সমস্যায় জেরবার ব্রাজিল টিম। নেইমার ছাড়াও সার্বিয়ার বিপক্ষে দানিলোও তাঁর গোড়ালিতে চোট পেয়েছিলেন এবং অ্যালেক্স সান্দ্রো আবার সুইজারল্যান্ডের বিপক্ষে নিতম্বের চোট পান। শনিবার ক্যামেরুনের বিপক্ষে হাঁটুতে চোট পাওয়া অ্যালেক্স টেলস এবং ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। মোটামুটি ভাবে ব্রাজিল শিবির যেন এখন ছোটখাটো হাসপাতাল।

তিতে অবশ্য বলেছেন, দানিলোও সোমবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ফেরার জন্য ফিট। কিন্তু অ্যালেক্স সান্দ্রোকে দলে রাখা যাবে না। তাঁর কথায়, ‘ও (অ্যালেক্স সান্দ্রো) খেলতে পারছে না। এখনও ও সেরে ওঠেনি। দানিলো এবং নেইমার ফিরছেন।’

তিতে জোর দিয়েছেন যে, নেইমারের প্রত্যাবর্তন দলের মেডিকেল কর্মীদের সম্পূর্ণ সমর্থন এবং খেলোয়াড়ের শারীরিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাঁর দাবি, ‘যদি ও খেলে, বুঝে নিতে হবে, ও সম্পূর্ণ সুস্থ, তাই খেলছে। এবং প্রথম থেকে খেলার জন্য ও তৈরি। আমার পছন্দ সব সময়েই, শুরু থেকে সেরা খেলোয়াড়দের খেলানো।’

বন্ধ করুন