মেক্সিকোর বিরুদ্ধে ডু-অর-ডাই ম্যাচ জিতে উঠে লিওনেল মেসি দাবি করেন, এই ম্যাচ থেকেই প্রকৃত বিশ্বকাপ অভিযান শুরু হল আর্জেন্তিনার। বিচক্ষণ লিও জানেন যে, এই জয়ের ফলে তাদের নক-আউটের আশা জিইয়ে রইল। তাই ম্যাচ জিতে উঠে তৃপ্ত শোনায় তাঁকে। যদিও আর্জেন্তিনা তাদের পরিচিত ছন্দ খুঁজে পেয়েছে বলে বাকি দলগুলির দিকে প্রছন্ন হুঁশিয়ারিও ছুঁড়ে দেন এলএম টেন।
মেক্সিকো ম্যাচের শেষে মেসি বলেন, ‘আজ আর্জেন্তিনার অন্য এক বিশ্বকাপ অভিযান শুরু হল। আমি সকলকে একই কথা বলেছি যে, ভরসা রাখো। আজ আমরা সেই কাজটাই করে দেখিয়েছি, যেটা আমাদের করা দরকার। এছাড়া (জয় ছাড়া) আমাদের সামনে অন্য কোনও রাস্তাই খোলা ছিল না। নিজেদের জোরেই নক-আউটে যাওয়ার জন্য এই ম্যাচটা আমাদের জিততেই হতো।’
পরক্ষণে মেসি আরও যোগ করেন, ‘প্রথমার্ধে আমরা নিজেদের দক্ষতা অনুযায়ী খেলতে পারিনি। বিরতির পরে দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলতে শুরু করি এবং গোল পেয়ে যাওয়ার পরে আমরা নিজেদের পরিচিত ছন্দে ফিরে যাই।’
উল্লেখ্য, সৌদি আরবের কাছে ১-২ গোলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ হেরে বসায় চাপে পড়ে যায় আর্জেন্তিনা। নক-আউটের লড়াইয়ে টিকে থাকতে মেক্সিকোর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি তাদের কাছে মরণ-বাঁচন লড়াইয়ে পরিণত হয়। হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যেত মেসিদের। শেষমেশ মেক্সিকোকে ২-০ গোলে পরাজিত করে আর্জেন্তিনা।
আরও পড়ুন:- IND vs NZ: শেষমেশ সত্যি হল আশঙ্কা, মাঝপথেই ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ODI
সৌদির বিরুদ্ধে পেনাল্টি থেকে দলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন মেসি। মেক্সিকোর বিরুদ্ধেও একটি গোল করেন তিনি। ৬৪ মিনিটে মেসির করা গোলেই ডেডলক ভাঙে আর্জেন্তিনা। পরে ম্যাচের ৮৭ মিনিটের মাথায় আর্জেন্তিনার হয়ে মেক্সিকোর জালে দ্বিতীয়বার বল জড়ান এনজো ফার্নান্ডেজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।