চোটের কারণে দলে নেই নেইমার। তাঁর অভাব অনুভব করে ব্রাজিল। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে গোল মারতে নাজেহাল অবস্থা হয় সাম্বা বাহিনীর। স্ট্যান্ডে তখন বসে রোনাল্ডো, কাফু, রবার্তো কার্লোস এবং রিকার্ডো কাকা। তাঁদের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। তখন চিন্তায় কপালে গভীর ভাঁজ পড়েছে ব্রাজিলের কোচ তিতেরও। তবে সবার মুখের ভাব একনিমেষে বদলে যায় ক্যাসেমিরোর দুর্দান্ত গোলে। এরপরই সতীর্থের প্রশংসায় পঞ্চমুখ নেইমার। নেইমার বলেন, ‘বহুদিন ধরেই বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার ক্যাসেমিরো।’ ব্রাজিলের কোচও নেইমারের মন্তব্যকে সমর্থন জানান। তবে এই গোটা বিষয় নিয়ে শান্ত ক্যাসেমিরো। তিনি বলেন, ‘আমরা সবাই সেরা।’
নেইমার ক্যাসেমিরোকে নিয়ে বলেন, ‘এই মুহূর্তে বিশ্বের সেরা মিডফিল্ডার ক্যাসেমিরো।’ এর প্রেক্ষিতে ব্রাজিলের কোচ বলেন, ‘সাধারণত আমি কখনও কারও ব্যক্তিগত মতামত নিয়ে কিছু বলি না। তবে এই ক্ষেত্রে বলব, নেইমার ভুল কিছুই বলেনি। আমিও বলব এই মুহূর্তে বিশ্বের সেরা মিডফিল্ডার ক্যাসেমিরোই।’
এদিকে ম্যাতের সেরা নির্বাচিত হয়ে ক্যাসেমিরো বলেন, ‘আমি ম্যাচের সেরা হয়েছি ঠিকই। কিন্তু এই পুরস্কার টিমের সবার পাওয়া উচিত। সবাইকে সেরাটা দিতে পেরেছে বলেই আমরা জিততে পেরেছি। কারও একার ভালো খেলার জন্য দল জেতেনি। আমাদের এবারের দলটা অনেক বেশি শক্তিশালী। দলে অনেক বিকল্প রয়েছে। অনেক ম্যাচ উইনার রয়েছেন দলে। স্কোয়াডে যাঁরা রয়েছেন তাদের বেশিরভাগ সবাই বড় ক্লাবে খেলেন। আর নিজেদের ক্লাবে প্রত্যেকেই কিন্তু সেরা।’ গোলদাতা আরও বলেন, ‘আমাদের দলে সবাই সবার দায়িত্ব প্রসঙ্গে অবগত। সবাই জানে কাকে কী করতে হবে। তাই ম্যাচ জিততে করতে সমস্যা হচ্ছে না। তাছাড়া আমাদের ডিফেন্সও দারুণ। আমাদের গোলকিপারকে এখনও পর্যন্ত কিছুই করতে হয়নি। কারণ আমাদের ডিফেন্স শুরু হয় রিচার্লিসনের পা থেকে। শুনতে অবাক লাগলেও আমাদের প্রথম ডিফেন্ডার রিচার্লিসনই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।